বড়লেখায় যে ২৯ কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ
প্রকাশিত হয়েছে : ৭ মে ২০২৪, ৬:৪৬ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকায় রয়েছে ৬৯টি ভোট কেন্দ্র। এরমধ্যে ২৯টি ভোট কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী। স্বতঃস্ফুর্ত ভোটাধিকার প্রয়োগের স্বার্থে এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা প্রদানের ব্যবস্থা নিয়েছেন সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অধিক ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলো হচ্ছে-বর্ণি ইউনিয়নের পাকশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সৎপুর বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফকিরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের মোহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘোলষা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বোবারথল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়লেখা সদর ইউনিয়নের বিছরাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ, অজমির সরকারি প্রাথমিক বিদ্যালয়, ষাটমা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহদিকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেছরিগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, তালিমপুর ইউনিয়নের তালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের দোহালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কলাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাতলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাংকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়খলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুজানগর ইউনিয়নের আজিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয়, চিন্তাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়থল সরকারি প্রাথমিক বিদ্যালয়, নিজ বাহাদুরপুর ইউনিয়নের চান্দ্রগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বড়লেখা থানার ওসি সঞ্জয় চক্রবর্তী জানান, উপজেলার প্রত্যেকটি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে এরমধ্যে ২৯টি ভোট কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে নিরাপত্তা জোরদারের ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ নির্বাচন কমিশন।
জানা গেছে, জানা গেছে, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন এবং ভাইস চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী লড়ছেন। অন্যদিকে নারী ভাইস চেয়ারম্যান পদে একমাত্র প্রার্থী হওয়ায় ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনাকে ইতিমধ্যে নির্বাচিত ঘোষণা করেছেন সংশ্লিষ্ট জেলা রিটার্নিং কর্মকর্তা।
একটি পৌরসভা ও ১০টি ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত বড়লেখা উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৯৯ হাজার ৯৬৫টি।