মৌলভীবাজার সদর উপজেলার শ্রেষ্ঠ মাদরাসা প্রধান মুফতি মাওলানা বশির আহমদ
প্রকাশিত হয়েছে : ৩ মে ২০২৪, ৩:৩২ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজার সদর উপজেলার উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসার সুনামধন্য অধ্যক্ষ মুফতি মাওলানা বশির আহমদ মৌলভীবাজার সদর উপজেলার শ্রেষ্ঠ মাদরাসা প্রধান নির্বাচিত হয়েছেন।
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ উপলক্ষ্যে ২ মে বৃহষ্পতিবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত বিভিন্ন ইভেন্টের বাছাইয়ে তিনি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান (মাদ্রাসা) নির্বাচিত হন।
উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসার সুনামধন্য প্রিন্সিপাল মাওলানা মুফতি বশির আহমদ মাদ্রাসার অধ্যক্ষের দায়িত্ব ছাড়াও বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক সংগঠনের কর্মকান্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালণ করে আসছেন। তিনি থার্ষ্ট ফর নলেজ মৌলভীবাজার’র সাধারণ সম্পাদক, ইসলামি সমাজকল্যাণ পরিষদ হিংগাজিয়া কুলাউড়া’র সভাপতি ও মাদ্রাসা শিক্ষকদের সংগঠন জমিয়াতুল মোদার্রেছীন মৌলভীবাজার জেলা শাখার ১ম যুগ্ন সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য তাঁর দায়িত্ব পালনকালে ২০১৯ সালে উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসা মৌলভীবাজার সদর উপজেলার শ্রেষ্ঠ মাদরাসা নির্বাচিত হয়।