মৌলভীবাজার টাউন ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১১ এপ্রিল ২০২৪, ৮:৫০ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজারে পবিত্র ঈদুল ফিতরের প্রথম জামাত বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ৬টায় অনুষ্ঠিত হয়েছে হযরত সৈয়দ শাহ মোস্তফা (রহ.) পৌর ঈদগাহ ময়দানে। এতে কয়েক হাজার মুসল্লি অংশ নেন।
এ ছাড়াও মৌলভীবাজার-৩ আসনের এমপি মোহাম্মদ জিল্লুর রহমান, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌর মেয়রসহ অনেকেই প্রথম জামাতে নামাজ আদায় করেন। আর প্রথম জামাতে নামাজের ঈমামতি করেন মুফতি মাওলানা মোহাম্মদ সামসুল ইসলাম।
একই ঈদগাহ ময়দানে দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৭টায় এবং তৃতীয় জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয়েছে। এ দুটি জামাতের ঈমামতি করেন মাওলানা মুহিবুর রহমান ও মুফতি হিফজুর রহমান ফুয়াদ। নামাজ শেষে মুসল্লিরা দেশ জাতী এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মোনাজাত করেন।