কাশীনাথ আলাউদ্দিন হাই স্কুল এন্ড কলেজের নতুন সভাপতি সাইফুর রহমান বাবুল
প্রকাশিত হয়েছে : ৬ এপ্রিল ২০২৪, ৪:৫৭ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজারের কাশীনাথ আলাউদ্দিন হাই স্কুল এন্ড কলেজের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন শিক্ষানুরাগী রাজনীতিবিদ সাইফুর রহমান বাবুল। তিনি আগামী মেয়াদ থেকে এই প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ গভর্নিং বডির সভাপতির দায়িত্ব পালন করবেন।
বিদ্যালয় সূত্রে জানা যায়, কাশীনাথ আলাউদ্দিন হাই স্কুল এন্ড কলেজ এর নবগঠিত গভার্নিং বডির সভাপতি পদে মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, জেলা আওয়ামীলীগ সদস্য সাইফুর রহমান (বাবুল)কে মনোনয়ন তিনি সভাপতি নির্বাচিত হয়েছেন। এই কমিটির মেয়াদ আগামী ১৯ এপ্রিল উত্তীর্ণ হলে নতুন পরিচালন পরিষদ দায়িত্ব গ্রহণ করবেন। বর্তমানে কমিটির সভাপতির দায়িত্বে আছেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান।
কাশীনাথ আলাউদ্দিন হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ কামাল হোসেন বলেন, সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান এবং গভার্ণিং বডির নব সভাপতি সাইফুর রহমান (বাবুল) মহোদয়কে শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর সময় মাননীয় সংসদ সদস্য মহোদয় শিক্ষার মানোন্নয়নকল্পে বিভিন্ন দিক নির্দেশনা দেন এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সহযোগিতা নিমিত্ত আশ্বস্ত করেন। মাননীয় সংসদ সদস্য মহোদয় ও নব সভাপতি মহোদয়কে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। এই মাসের ভিতরে নতুন সভাপতি দায়িত্ব গ্রহণ করবেন।