নিউইয়র্ক সিটি নির্বাচনে মৌলভীবাজারের মনজুর চৌধুরীর জয়
প্রকাশিত হয়েছে : ৫ এপ্রিল ২০২৪, ৩:৫৪ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের নিউইয়র্কের প্রাইমারির ভোটে বাংলাদেশী মনজুর চৌধুরী ন্যাশনাল ডেমোক্রেটিক কনভেনশন ডেলিগেট হিসেবে ডিস্ট্রিক্ট ১৩ থেকে বিপুল ভোটে জললাভ করেছেন। এতে বাংলাদেশী কমিউনিটিতে ব্যাপক আনন্দ ছড়িয়ে পড়েছে।
জানা যায়, গত ২ এপ্রিল নিউইয়র্ক সিটিতে প্রাইমারির ভোট অনুষ্ঠিত হয়। এবছর নিউইয়র্ক সিটি থেকে কেবল ডেলিগেট হিসেবে একজন প্রার্থী হয়েছেন। তিনি হচ্ছেন মৌলভীবাজারের মনজুর চৌধুরী। ন্যাশনাল ডেমোক্রেটিক কনভেনশনে তিনি কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট ১৩ থেকে তিনি ৯ হাজার ৯শত ৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিউইয়র্ক স্টেট থেকে বাংলাদেশীদের মধ্যে মনজুর চৌধুরী জগলুল শিকাগোতে প্রেসিডেন্ট জো বাইডেনের আগামী আগষ্ট মাসে ডেমোক্রেটিক কনভেনশন অনুষ্ঠানে প্রথম বাঙ্গালী হিসেবে যোগ দেয়ার কথা রয়েছে।
নিউইয়র্কে মূলধারার রাজনীতিতে বাংলাদেশীদের মধ্যে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী অন্যতম রাজনীতিক মনজুর চৌধুরী। তিনি এর আগে নিউইয়র্ক সিটি প্রাইমারি নির্বাচনে কুইন্স কাউন্টির জুডিশিয়াল ডেলিগেট হিসেবে দুইবার নির্বাচিত হয়েছেন। কুইন্সের মধ্যে অন্যতম প্রভাবশালী ডেমোক্রেটিক ক্লাব নিউভিশন ডেমোক্রেটিক ক্লাবে ইতিহাস সৃষ্টি করে বোর্ড অব ডিরেক্টর হিসেবে নির্বাচিত মনজুর প্রায় দুই যুব ধরে ডেমোক্রেট ক্লাবের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন। কর্মজীবনে মনজুর ডোমিনিকান প্রোভিন্স অব সেন্ট জোসেফ এর প্রধান কার্য্যালয়ে কন্ট্রোলার হিসেবে কর্মরত রয়েছেন। তিনি মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর এলাকার কৃতি সন্তান।
মনজুর চৌধুরী বলেন, নিউইয়র্ক স্টেটের প্রেসিডেন্সিয়াল প্রাইমারী নির্বাচনে ডেমোক্রেটিক কনভেনশনাল ডেলিগেট হিসাবে আমাকে কংগ্রেশনাল ডিষ্ট্রিক-১৩ থেকে নির্বাচিত করায় সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার জন্য নানানরকম ভাবে যারা সাহায্য সহোযোগিতায় করেছেন, আপনাদের এই ঋণ শোধ করার মতো নয়অ আগামীতে নিউইয়র্ক স্টেট থেকে বাংলাদেশী আমেরিকানদের মধ্যে আামি প্রেসিডেন্ট জো বাইডেনের ডেমোক্রেটিক কনভেনশনে আগষ্ট মাসে শিকাগোতে যোগদান করো। এটি বাংলাদেশি কমিউনিটির জন্য বড় জয়। আমি আশাবাদী আপনারা বিগত দিনের মতো আমার পাশে থাকবেন।