গ্রেপ্তার অরবিন্দ কেজরিওয়াল, ১৪৪ ধারা জারি
প্রকাশিত হয়েছে : ২১ মার্চ ২০২৪, ১১:১১ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হয়েছেন। বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তাকে গ্রেপ্তার করে। তার বাসভবনের আশপাশে ১৪৪ ধারা জারি করা। টাইমস অব ইন্ডিয়া এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে নয়বার দিল্লির আবগারি দুর্নীতি মামলায় ইডির সমন এড়িয়েছেন তিনি। এদিন সন্ধ্যা থেকেই ওই ঘটনায় তার বাড়িতে তল্লাশি শুরু করে ইডি। বাজেয়াপ্ত করা হয় তার ফোন। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়।
ভারতের ইতিহাসে কেজরিওয়ালই প্রথম মুখ্যমন্ত্রী পদে থাকাকালীন গ্রেপ্তার হলেন। এর আগে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকেও গ্রেপ্তার করে ইডি। তবে গ্রেপ্তারির আগে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন তিনি।
কেজরিওয়ালকে গ্রেপ্তারের পরেই তার বাসভবনের সামনে বিক্ষোভ করেন নেতাকর্মীরা। রাজধানী জুড়েই প্রতিবাদ শুরু করেন তারা।