দি ফ্লাওয়ার্স কে.জির ম্যানেজিং কমিটির নির্বাচনে বিজয়ী যারা
প্রকাশিত হয়েছে : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ৭:০১ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজারের দি ফ্লাওয়ার্স কে.জি এন্ড হাই স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত অভিভাবকদের ভোটগ্রহণ শুরু হয়। পরে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া সুলতানা।
নির্বাচনে প্রাথমিক স্তরে ১৯৩ ভোট পেয়ে প্রথম হয়ে নির্বাচিত হয়েছেন সৈয়দ শাহ মনসুর আহমদ ও ১৮৩ ভোট পেয়ে দ্বিতীয় হয়ে নির্বাচিত হয়েছেন মহিউদ্দিন চৌধুরী ফহিম। তাদের প্রতিদ্বন্দ্বি শ্রীকান্ত ধর পেয়েছেন ১৩৮ ভোট।
মাধ্যমিক স্তরে ২২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়ে প্রথম হয়েছেন সৈয়দ মো. মুহিব ও দ্বিতীয় হয়েছেন আব্দুল কালাম বেলাল। তাদের প্রতিদ্বন্দ্বি সৈয়দ বদরুল হক টিটু ১৩২ ভোট ও জায়েদ আহমদ কোরেশী ৯৯ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
এদিকে মহিলা অভিভাবক সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ফাহমিদা হক।