সৈয়দ আবু শাহজাহান : এক কিংবদন্তীর নাম || হাফিজ সাব্বির আহমদ
প্রকাশিত হয়েছে : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ৩:০৯ অপরাহ্ণ
মরহুম আলহাজ সৈয়দ আবু শাহজাহান। সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় এক কিংবদন্তীর নাম। মৌলভীবাজারের হিলালপুর গ্রামে তাঁর জন্ম ও বর্ণাঢ্য জীবনের সমাপ্তি হয়। তিনি ছিলেন মৌলভীবাজারের এক ঐতিহ্যবাহী পরিবার ও খান্দানের মানুষ। নির্ভীক ও ন্যায় বিচারক হিসাবে জেলা ও জেলার বাইরে তাঁর সুনাম ও পরিচয় ছিল। একজন জেনারেল ধারার মানুষ হয়েও আল্লাহ ও রাসূলের প্রতি অগাধ বিশ্বাসী মানুষ ছিলেন। নামাজি ও ইমানদান মানুষ হিসাবে আমলি জিন্দেগী অতিবাহিত করেছেন। দ্বীনী খেদমত আঞ্জাম ও পৃষ্ঠপোষকতা করেছেন জীবনভর। তাঁর বর্ণাঢ্য জীবন ছিল ন্যায় ইনসাফের প্রতিচ্ছবি।
তাঁর সততা ও নিষ্ঠা তাঁকে অনন্য উচ্চতায় সমাসীন করেছিল। তিনি যেখানেই যেতেন তাঁর জন্য সম্মানের আসন বরাদ্দ থাকতো। সত্যকে সত্য বলার অপরিসীম সাহসী ব্যক্তি ছিলেন। এমপি, মন্ত্রী না হয়েও মৌলভীবাজার জেলার এক হেভিওয়েট পারসন ছিলেন সৈয়দ আবু শাহজাহান। মসজিদ ও মাদরাসার খেদমতে ছিলেন নিবেদিত। আলেম-ওলামাদের সাথে গভীর সম্পর্ক রেখে চলতেন। ছিলেন অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি।
আলহাজ সৈয়দ আবু শাহজাহান তাঁর সময়ের শ্রেষ্ঠ দুজন বুযুর্গের সাহচার্য্য ও স্নেহলাভে ধন্য হয়েছেন। একজন মুজাদ্দিদে জামান হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.), অন্যজন হযরত নিজামুদ্দীন বিশকুটি (রহ.)। এ ধারার আলেম উলামাদের সাথে তাঁর গভীর সম্পর্ক ছিল। তিনি অনেক ওয়াজ মাহফিলে সভাপতিত্ব ও পৃষ্ঠপোষকতা করেছেন। তাঁর বাড়িতে আলেমদের মেহমানদারি ছিল সবসময়।
রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত না থাকলেও সাবেক অর্থমন্ত্রী মরহুম এম সাইফুর রহমান সাহেবের সাথে তাঁর গভীর সখ্য ছিল। সে সময়ে তিনি তাঁর মাধ্যমে অনেক খেদমত আঞ্জাম দিয়েছেন।
সাদাকে সাদা আর কালোকে কালো বলার শক্তি ও সাহস তাঁর ছিল। মৌলভীবাজারের শালিস ও বিচারিক বৈঠকের প্রধান এবং প্রাণপুরুষ ছিলেন তিনি।
ব্যক্তিগতভাবে তাঁর কাছে আমার অনেক ঋণ। জীবনে অনেক স্নেহ ও ভালবাসা তাঁর কাছ থেকে পেয়েছি- যা কখনো ভুলার নয়। আপন ছোট ভাইয়ের মতোই আমাকে স্নেহ করতেন। এমন অনেক সময় গেছে যখন তিনি ছাড়া এমন উল্লেখযোগ্য কাউকেই কাছে পাইনি। শক্তি ও সাহস দিয়ে তিনি অব্যাহত পথচলার অনুপ্রেরণা যুগিয়েছেন। তাঁর পরামর্শ, উপদেশ ও অব্যাহত সহযোগিতা এবং সাপোর্ট পেয়ে আজ এতোদূর এসেছি। আল্লাহ তাঁর কবরের জিন্দগীকে সুখময় করুন। #
লেখক, হাফিজ সাব্বির আহমদ: পরিচালক, সিরাজাম মুনিরা জামে মসজিদ ও অ্যাডুকেশন সেন্টার, বার্মিংহাম, ইউকে।