আজিজুল হক সেলিমকে আধুনিক চক্ষু হাসপাতালের সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫৫ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
বাংলাদেশ শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কার্যকরী সভাপতি নির্বাচিত হওয়ায় মো. আজিজুল হক সেলিমকে সংবর্ধনা প্রদান করেছে মৌলভীবাজার আধুনিক চক্ষু হাসপাতাল।
বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে মৌলভীবাজার আধুনিক চক্ষু হাসপাতালের পক্ষ থেকে পরামর্শমূলক পর্যালোচনা সভা ও সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডাঃ মোহাম্মদ আব্দুল্লাহ আল মারুফ (রাসেল)।
জেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলর পার্থ সারথি পাল, মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের কনসালটেন্ট ডাঃ মির্জা ফারজানা (হলি), চক্ষু হাসপাতালের সহকারী সার্জন ডাঃ সালমা গফুর খান, ব্যবস্হাপনা পরিচালক মুজিবুর রহমান সজীব, পরিচালক শাহ আলম মিয়া প্রমুখ।এছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।