জমজমাট বেরিরপাড়ের ছাগল-ভেড়ার হাট
প্রকাশিত হয়েছে : ৩ ফেব্রুয়ারি ২০২৪, ১:২২ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা সড়কসংলগ্ন বেরি হ্রদের দক্ষিণ পাড়ে প্রতি সোমবার ও বৃহস্পতিবার বসে ছাগলের হাট। প্রতি হাটে ৪ থেকে সাড়ে ৪ লাখ টাকার কেনাবেচা হয়।
সম্প্রতি হাটে গিয়ে দেখা গেছে, দেড় শতাধিক ছাগল পালনকারী ও ব্যবসায়ীরা ছাগল ও ভেড়া নিয়ে এসেছেন। বিয়ে, জন্মদিন, পারিবারিক অনুষ্ঠান উপলক্ষে যেমন অনেকেই ছাগল কিনছেন, আবার অনেকেই পালন করার জন্যও ছাগল কিনছেন।
দাম নাগালের মধ্যে থাকায় এবার ছাগলের চাহিদা বেড়েছে। কেনাবেচা বাড়ায় খুশি ব্যবসায়ীরা। ভালো দাম পেয়ে খুশি স্থানীয় বিক্রেতারাও।
ব্যবসায়ীরা জানান, পার্শ্ববর্তী এলাকার ছাগল পালনকারীরা ও অনেক খুচরা ব্যবসায়ীরা ছাগল সংগ্রহ করে এখানে বিক্রি করেন। আবার অনেক পাইকারি ব্যবসায়ী ১০০ থেকে ১৫০টি ছাগল এনে মজুত রাখেন। পরবর্তী সময়ে ব্যবসায়ীরা হাটে ৫ থেকে ১০টি এনে বিক্রি করেন। হাটে প্রায় ১৫ জন স্থায়ী ছাগল ব্যবসায়ী রয়েছেন।
ছাগলের পাইকারি ব্যবসায়ী কাওসার মিয়া জানান, স্থানীয় গৃহস্থরাও হাটে ছাগল ও ভেড়া বিক্রি করেন। আবার অনেক ব্যবসায়ী আশপাশের গ্রামগুলোতে ঘুরে ঘুরে ছাগল ও ভেড়া কেনেন। পরে হাটে এসে বিক্রি করেন। আর পাইকারি ব্যবসায়ীরা রাজশাহী, দিনাজপুর, বগুড়া, যশোর, পাবনা, কুষ্টিয়া, রংপুর এলাকার বিভিন্ন স্থান থেকে ছাগল কিনে এনে এখানে বিক্রি করেন।
ব্ল্যাকবেঙ্গল জাতের ছাগল পালন অন্য জাতের ছাগলের চেয়ে বেশি লাভজনক জানিয়ে ছাগল ব্যবসায়ী মনসুর উদ্দীন বলেন, এখানকার ছাগল পালনকারীরা মূলত ব্ল্যাকবেঙ্গল জাতের ছাগল বেশি পালন করেন।
সদর উপজেলার ভুজবল গ্রাম থেকে ছাগল কিনতে আসা জুনাইদ আবেদিন বলেন, ‘ছোট একটা পারিবারিক অনুষ্ঠান আছে। তাই ছাগল কিনতে বেরিরপাড়ের হাটে এসেছি। এখানে অনেক ছাগল থাকায় দেখেশুনে এবং দরদাম যাচাই করে কেনা যায়। এ ছাড়া এখানে প্রচুর ছাগল থাকায় পছন্দ করতেও কোনো সমস্যা হয় না।’
হাটে ছাগল কিনতে আসেন সদরের চাঁদনীঘাট এলাকার রশিদ মিয়া। তিনি জানান, মেয়ের শ্বশুরবাড়িতে উপহার দেওয়ার জন্য ১৫ হাজার ৮০০ টাকা দিয়ে একটি ছাগল কিনেছেন। অন্য বাজারের চেয়ে এই হাটে ছাগলের দাম কিছুটা কম। পছন্দসই নানান জাতের ছাগল এখানে পাওয়া যায়।
হাটের ইজারাদার শেখ আজমল হোসেন জানান, প্রতি সোমবার ও বৃহস্পতিবার এই হাটে ছাগল বিক্রি হয়। সাপ্তাহিক হাটের এই দুই দিন ক্রেতা-বিক্রেতাদের বিপুল সমাগমে জমজমাট থাকে। এখনকার ক্রেতারা স্থানীয় হলেও পাইকাররা দূরদূরান্ত থেকে আসেন।