শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পিঠা উৎসব
প্রকাশিত হয়েছে : ২ ফেব্রুয়ারি ২০২৪, ৩:৫৪ অপরাহ্ণ
শ্রীমঙ্গল প্রতিনিধি::
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের প্রাচীন বিদ্যাপিঠ শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ অঞ্চলের দেশীও ঐতিহ্যবাহী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয়ের মাঠে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়। উদ্বোধন শেষে প্রধান অতিথি ভানুলাল রায় প্রতিটি ষ্টল ঘুরে ঘুরে দেখেন, বিভিন্ন পিঠার স্বাদ গ্রহণ করেন এবং তার মুল্যে পরিশোধ করেন।
এসময় তাঁর সঙ্গে উপস্থিত বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জহির আলী, শিক্ষক কামাল হোসেনসহ অন্যান্য শিক্ষক,শিক্ষিকা ও শিক্ষার্থী অভিভাবকবৃন্দ।
উৎসবে স্কুলের শিক্ষার্থীদের হাতের তৈরী বিভিন্ন ধরণের মুখরোচক পিঠা নিয়ে ২০টি স্টল প্রদর্শন করা হয়।