জামিন পেলেন আমার ভাই
প্রকাশিত হয়েছে : ৩০ জানুয়ারি ২০২৪, ৪:১০ অপরাহ্ণ
হাফিজ সাব্বির আহমদ::
আল্লাহর অশেষ শুকরিয়া আমার বড়ভাই জনাব মো. ফখরুল ইসলাম গতকাল (২৯ জানুয়ারি) কারামুক্ত হয়েছেন। প্রতিহিংসামূলক রাজনৈতিক মামলায় ডিবি পুলিশ গত ৭ নভেম্বর আটকের পর গ্রেফতার দেখিয়ে তাকে জেলহাজতে পাঠায়। চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও জজ আদালতে তার জামিন বারবার না মঞ্জুর হয়। অবশেষে ২২ জানুয়ারি হাইকোর্ট তার জামিন মঞ্জুর করলে প্রায় ৩ মাস পর তিনি জেলহাজত থেকে মুক্তি পান।
তাঁর এই কারান্তরীন সময় আমাদের জন্য খুবই দুর্বিষহ ছিল। তার হার্টে রিং বসানোসহ নানা শারিরীক জটিলতায় তিনি ভোগছিলেন। বর্তমানে তিনি খুবই দুর্বল হয়ে পড়েছেন। শীঘ্রই তাঁর উন্নত চিকিৎসার প্রয়োজন।
তাঁর কারাগারের দিনগুলোতে আমাদের আত্মীয়-স্বজনসহ সম্পর্কিত মানুষদের মধ্যে যারা আমাদের খোঁজখবর নিয়েছেন তাদের কাছে আমরা কৃতজ্ঞ।
বিশেষ করে তাঁর মামলা পরিচালনাসহ কারাগারের দিনগুলোতে যারা ওতোপ্রোতভাবে জড়িত ছিলেন তাদের ভালবাসার ঋণে আমরা আবদ্ধ। আল্লাহ তাদের দুনিয়া ও আখেরাতে কামিয়াবি দান করুন।
এটা সত্য দেশ ও মানুষের জন্য, সত্যের জন্য যারা লড়াই সংগ্রাম করবে তাদেরকে জেল-জুলুম জরিমানাসহ নানা পরীক্ষার সম্মুখীন হতে হবে। জালিমের সাথে মজলুমের আপসের কোন অপশন নেই। কেয়ামত পর্যন্ত জালিমের সাথে মজলুমের লড়াই চলতেই থাকে। এ লড়াই চিরজীবী হোক।
হাফিজ সাব্বির আহমদ : পরিচালক, সিরাজাম মুনিরা জামে মসজিদ অ্যান্ড অ্যাডুকেশন সেন্টার, বার্মিংহাম, ইউকে।