মৌলভীবাজারে বাফুফে একাডেমি চ্যাম্পিয়নশীপ ২০২৩-২৪ এর শুভ উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১৯ ডিসেম্বর ২০২৩, ১১:৩৫ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
ফুটবলকে ভালোবাসুন, খেলা দেখতে মাঠে আসুন, খেলোয়াড়দের উৎসাহিত করুন এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) একাডেমি চ্যাম্পিয়নশীপ ২০২৩-২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ১১টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি মৌলভীবাজার এর আয়োজনে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় বাফুফে একাডেমি চ্যাম্পিয়নশীপ ২০২৩-২৪ এর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌরমেয়র আলহাজ্ব মোঃ ফজলুর রহমান, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোঃ আক্তারুজ্জামান।
ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি জুনেদ আহমদ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির আহমেদ রুমান এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন আহ্বায়ক সাজ্জাদুর রহমান পিন্টু, সদস্য সচিব মনিরুজ্জামান শিপু, ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক আহম্মদ আলী জেবু, ক্রীড়া সংগঠক কয়ছর আহমদ প্রমুখ।