শ্রীমঙ্গলে অজ্ঞাত খুনের রহস্য উদঘাটন, আসামী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ৬ ডিসেম্বর ২০২৩, ৯:৪৩ অপরাহ্ণ
শ্রীমঙ্গল প্রতিনিধি::
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মুন আবাসিক হোটেলে পাওয়া অজ্ঞাত অর্ধ গলিত লাশের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং এই খুনের ঘটনায় জড়িত থাকার কারণে সুজন মিয়া নামের একজনকে প্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাতে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ বাস স্ট্যান্ড এলাকা থেকে সুজন মিয়াকে গ্রেফতার করে শ্রীমঙ্গল থানা পুলিশ। করা গ্রেফতারকৃত সুজন মিয়া মৌলভীবাজার জেলার সদর উপজেলার বর্ষিজোড়া (সোনাপুর) গ্রামের মৃত আবারক মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত সুজন মিয়াকে ব্জিজ্ঞাসাবাদে নিহত ব্যক্তির নাম ইন্তাজ মীর (৫২)। তিনি কমলগঞ্জ উপজেলার কালেঙ্গা এলাকার মৃত ইনু মিয়ার পুত্র।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার জানান, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সুজন মিয়া জানান, নিহত ইন্তাজ মীরের অটোরিকসা চুরি করে বিক্রির জন্য তাকে গলা টিপে হত্যা করা হয়। পরে আসামির দেয়া তথ্যের ভিত্তিতে শ্রীমঙ্গল থানাধীন আশিদ্রোন ইউপির সিন্দুরখান রোডস্থ রামনগর গ্রামের কাকিয়ার পুলের কাছে জনৈক সবুজ মিয়ার ভাড়াটিয়া গাড়ি চার্জিং এর গ্যারেজ থেকে ভিকটিমের ব্যবহৃত ব্যাটারি চালিত একটি অটোরিক্সা উদ্ধার করা হয়। এছাড়া গ্রেফতারকৃত আসামির দেহ তল্লাশি করে ভিকটিম ইন্তাজ মীরের ব্যবহৃত ১টি কালো রংয়ের ওয়াটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।