রাজন আহমদ এর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২ ডিসেম্বর ২০২৩, ৯:১৬ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
ইটা ইসলামি সমাজ কল্যাণ সংস্থার সহ সভাপতি রাজন আহমদ এর যুক্তরাজ্য গমন উপলক্ষে সংস্থার কার্যালয়ে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুক্রবার ১ ডিসেম্বর বাদ মাগরিব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি আলমগীর হোসেন এবং সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ খান রাফি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন ক্রীড়া সম্পাদক মুহিবুর রহমান মুবিন। বক্তব্য রাখেন উপদেষ্টা জালাল উদ্দীন খান, উপদেষ্টা মাওলানা মো: গোলাম হোসেন, উপদেষ্টা মুহিবুর রহমান খান, উপদেষ্টা মাওলানা এম. ফয়জুল ইসলাম, সাবেক নির্বাহী সদস্য ফয়সল আহমদ, সভাপতি আলমগীর হোসেন, সংবর্ধিত ব্যক্তি সহ-সভাপতি রাজন আহমদ, সাধারণ সম্পাদক আলী রাব্বি রতন, যুগ্ম সাধারণ সম্পাদক সাজু আহমদ। সকলের বক্তব্যের শেষে সহ সভাপতি রাজন আহমদ-কে সংস্থার পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা হাজী মসুদ মিয়া লতিফ, কোষাধ্যক্ষ আবু বকর কয়েস, অফিস সম্পাদক সজিবুর রহমান, সহ অফিস সম্পাদক মোছাব্বির আহমদ, সহ প্রশিক্ষণ সম্পাদক ইকবাল হোসেন, সহ প্রচার সম্পাদক মোহাম্মদ রাব্বি, নির্বাহী সদস্য ইমরান হোসেন, নির্বাহী সদস্য মাছুম আহমদ, নির্বাহী সদস্য সাকিব খান, নির্বাহী সদস্য ফরহাদ আহমদ প্রমুখ।
পরিশেষে উপদেষ্টা জালাল উদ্দীন খান এর দোয়া পরিচালনার মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি হয়।