মৌলভীবাজার ৩ আসনে আওয়ামীলীগের প্রার্থী জিল্লুর রহমান
প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২৩, ৫:২৪ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজার-৩ আসনে আওয়ামীলীগের প্রার্থী হয়েছেন অলিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি মো জিল্লুর রহমান।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। রোববার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়েজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ২৯৮ আসনে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুটি আসনে প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে।
এছাড়াও বাকি আসনের প্রার্থীরা হলেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে বর্তমান সংসদ সদস্য ও পরিবেশ বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন।
মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
মৌলভীবাজার রাজনগর -৩ জিল্লুর রহমান।
মৌলভীবাজার-৪ আসনে (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) বর্তমান সংসদ সদস্য সাবেক চিপ হুইপ আব্দুশ শহীদ।