সাপ্তাহিক পূর্বদিক পত্রিকার সহকারি সম্পাদককে অভ্যর্থনা প্রদান
প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০২৩, ১১:৩৫ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
সাপ্তাহিক পূর্বদিক পত্রিকার সহকারি সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী মো. রেদওয়ানুল ইসলাম এর অফিস আগমন উপলক্ষে অভ্যর্থনা প্রদান করা হয়েছে। শুক্রবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় মৌলভীবাজার শহরের চৌমুহনায় সাপ্তাহিক পূর্বদিক পত্রিকার কার্যালয়ে পূর্বদিক পত্রিকার সাংবাদিক, পাঠক ও শুভাকাঙ্খীরা মো. রেদওয়ানুল ইসলামকে ফুল ও ক্রেস্ট প্রদান করে উষ্ণ অভ্যর্থনা জানান।
এসময় সন্ধ্যাকালীন আড্ডায় বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি অশোক কুমার দাস, হাওর রক্ষা সংগ্রাম কমিটির সদর উপজেলা সাধারণ সম্পাদক রাজন আহমদ, মৌলভীবাজার জেলা তালামীযের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক, জেলা তালামীযের সভাপতি আলী রাব্বি রতন ও সাধারণ সম্পাদক নাসির খান, পূর্বদিক পত্রিকার সাব এডিটর ওমর ফারুক নাঈম প্রমুখ।
এসময় বক্তরা সাপ্তাহিক পূর্বদিক পত্রিকার সাফল্য কামনা করেন এবং নিরপেক্ষ ও সুন্দর সংবাদ পরিবেশনের প্রশংসা করেন। একই সাথে এই ধারা অব্যাহত রাখার জন্য আহ্বান জানান।