আওয়ামীলীগের মনোনয়ন নিবেন সুলতান মনসুর
প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০২৩, ২:৩৭ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ আসনের জন্য বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়নপত্র কিনবেন ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ।
রবিবার (১৯ নভেম্বর) মুঠোফোনে পূর্বদিকের প্রতিবেদককে এতথ্য নিশ্চিত করেন তিনি।
তিনি বলেন, আমার বিগত ৫ বছরের সংসদীয় বক্তব্য অনেক আগেই এই বিষয়টি মানুষের কাছে স্পষ্ট করেছে। এবার দল আমাকে মনোনয়ন দেবে, আবার আমি নৌকা নিয়ে লড়ব। আমি ভীষণ আশাবাদী। এবার নৌকা আমিই পাব। নৌকা মার্কা ছাড়া নির্বাচন করবো না। আবার নৌকায় চড়তে হবে, এ জন্য পেতে হবে দলীয় মনোনয়ন। নৌকা না পেলে নির্বাচন করব না।
এছাড়াও সম্প্রতিক সময়ে মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদ লন্ডন সফরে যান। সেখানে বিভিন্ন সভায় বক্তব্য রেখে তিনি বলেন, আমি পরিস্কারভাবে বলতে চাই বিশেষ করে এই প্রজন্মদের জেনে রাখা দরকার ধানের শীষ প্রতিক কিন্তু মুলত মরহুম মজলুম জননেতা, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর প্রতিক ছিলো। এটা কোন বিতর্কের বিষয় নয় বলে আমি মনে করি। যদি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নৌকা প্রতিক আমাকে দেন আমি অবশ্যই আগামী নির্বাচন করবো।
১৯৯৬ সালের নির্বাচনে মৌলভীবাজার-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী সুলতান মনসুর বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছিলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ আসন থেকে গণফোরামের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন সুলতান মোহাম্মদ মনসুর। সুলতান মনসুর এক সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি ডাকসুর ভিপি ও ছাত্রলীগের সভাপতি ছিলেন। এক-এগারোর পর থেকে দলের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়। একাদশ সংসদ নির্বাচনে রাজনীতির নানা সমীকরণে ড. কামাল হোসেনের নেতৃত্বে জোটগত লড়াইয়ে ধানের শীষ প্রতীকে বিজয়ী হন। কিন্তু সংসদে নিজের ভূমিকা ছিল আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্যদের মতো। সংসদে তাঁর কথাবার্তা, বক্তৃতা-বিবৃতি, আচার-আচরণ, পোশাকপরিচ্ছদে পরিলক্ষিত হয় যেন মুজিব আদর্শের এক সৈনিক।