শমসেরগঞ্জ আব্রু মিয়া লতিফিয়া হাফিজিয়া মাদরাসা থেকে দুই কিশোরের হিফজ সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১৮ নভেম্বর ২০২৩, ১১:৫৫ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজার সদর উপজেলার শমসেরগঞ্জ আব্রু মিয়া লতিফিয়া হাফিজিয়া মাদরাসা থেকে দুই কিশোর পবিত্র কুরআনুল কারীম হিফজ সম্পন্ন করেছেন।
শুক্রবার ১৭ নভেম্বর ড. কুতুব উদ্দিন এডুকেশন ট্রাস্টের পরিচালক ও সাপ্তাহিক পূর্বদিকের সহকারী সম্পাদক, ইউকে প্রবাসী মুহাম্মদ রেদওয়ানুল ইসলাম দুই হাফিজের হাতে বিশেষ উপহার তুলে দেন।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গীতিকার, সুরকার ও ইসলামী সংগীতশিল্পী কবি মুজাহিদুল ইসলাম।
এসময় তিনি বলেন, এই মাদরাসা থেকে দুই কিশোর পবিত্র কুরআনুল কারীম হিফজ সম্পন্ন করেছেন। এই আনন্দের রেশ রয়েছে কিশোরদের শিক্ষক থেকে শুরু করে প্রতিষ্ঠাতা পরিবার এবং প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের মাঝে। ইনশা আল্লাহ্ এই উপহার অন্যান্য ছাত্রদের জন্যেও উৎসাহ হিসেবে কাজ করবে। এমন সুন্দর মুহূর্তে আমাকে স্মরণ করার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি মাদরাসার শিক্ষক হাফিজ শাহেদ আহমদ ও সেক্রেটারি ক্বারী জহিরুল ইসলামসহ প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সবার প্রতি। সুদূর ইংল্যান্ডে থেকেও প্রতিষ্ঠানটিকে বহুদূর এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন নিয়ে নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছেন হাফিজ সাব্বির আহমদ ভাই; আল্লাহ পাক ওনাদের খিদমাতকে কবুল করুন। আমীন।