নাঈম হত্যা: ঘটনাস্থল পরিদর্শনে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন
প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০২৩, ৫:৩৪ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
ফেসবুকে পোস্ট এবং ফেইক আইডি খোলার অভিযোগ করে নির্মম হত্যার শিকার নাঈমের হত্যাকান্ডস্থল পরিদর্শন করেছেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা শাখার নেতৃবৃন্দ। গত ৮ নভেম্বর সন্ধ্যায় মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের বর্ষিজোড়া এলাকায় এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটে।
সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতি জেলার বিশিষ্ট সমাজ ও মানবাধিকার কর্মী এম মুহিবুর রহমান মুহিবের নেতৃত্বে জেলা নেতৃবৃন্দ ঘটনাস্থলটি পরিদর্শন করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোঃ রুহেল খান আশরাফুল, সাংগঠনিক সম্পাদক ফজলে আমিন রাফসান, অর্থ সম্পাদক সত্রাজিত আচার্য, আইন সম্পাদক এডভোকেট মোঃ সাইফুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক কামরুন নাহার, সমাজ কর্মী এম জুনেদ আহমদ প্রমুখ।
মানবাধিকার নেতৃবৃন্দ হত্যাকাণ্ডের শিকার রেজাউল করিম নাঈমের পিতা মাতা ভাই বোনের সঙ্গে কথা বলে ঘটনা সম্পর্কে পুরোপুরি অবহিত হন এবং তাদেরকে সান্ত্বনা প্রদান করেন। পরে মৌলভীবাজার মডেল থানার ওসি (তদন্ত) মোঃ রবিউল হক এর সাথে সাক্ষাৎ করে মামলার বর্তমান অবস্থা সম্পর্কে অবহিত হন এবং আসামি গ্রেফতারের বিষয় কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে সে বিষয়ে জানতে চান।
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা শাখার নেতৃবৃন্দ নিজ ঘরে মা বাবার সামনে নাঈমকে কুপিয়ে হত্যার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। কোন অবস্থাতেই কারো প্রশ্রয়ে যেন আসামিরা রেহাই না পায় সে ব্যাপারে জোর দাবি জানান। অনতিবিলম্বে আসামিদেরকে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেন।