মৌলভীবাজারে ছাত্রশিবিরের মিছিল ও সমাবেশ, গ্রেফতার ১
প্রকাশিত হয়েছে : ২৬ অক্টোবর ২০২৩, ৬:৩৬ অপরাহ্ণ
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে মিছিলের পর পুলিশ বড়লেখা সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি তোফাজ্জল হোসেনকে গ্রেফতার করে। তিনি বড়লেখা উপজেলার গ্রামতলা গ্রামের আব্দুন নুরের ছেলে।
ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখার প্রচার সম্পাদক মাহমুদ আব্দুল্লাহ প্রেস রিলিজের মাধ্যমে জানান, বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল ১০ ঘটিকায় মৌলভীবাজারের বড়লেখা বাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়। মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও সিলেট মহানগর সভাপতি সিদ্দিক আহমদ। আরো উপস্থিত ছিলেন মৌলভীবাজার শহর শাখার সভাপতি মো. জিল্লুর রহমান ও জেলা সেক্রেটারি আলম হোসাইন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সিদ্দিক আহমদ বলেন, আওয়ামী সরকার বাংলাদেশের রাজনীতিতে দেউলিয়াত্ব সৃষ্টি করেছে। আওয়ামী সরকার বাংলাদেশের অর্থনীতিকে দেউলিয়া করেছে। এদেশের ব্যাংক লোটের ইতিহাস শেয়ার বাজার লোটের ইতিহাস হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করার ইতিহাস আওয়ামী সরকার তৈরী করেছে। এদেশের জনগন এদেশের ছাত্র জনতার আওয়ামীলীগের বিচার বাংলাদেশে করবে।
এবিষয়ে বড়লেখা থানার ওসি মো: ইয়ারদেীস হাসান বলেন, বড়লেখায় ছাত্রশিবির মিছিল করে। মিছিলের পর বড়লেখা সরকারি কলেজের সভাপতি তোফাজ্জল হোসেনকে আটক করা হয়। সে পুরাতন মামলার আসামী। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।