কিশোরকন্ঠ পাঠক ফোরাম মৌলভীবাজার শহরের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৬ অক্টোবর ২০২৩, ৩:০৩ অপরাহ্ণ
প্রেস রিলিজ::
কিশোরকণ্ঠ পাঠক ফোরাম মৌলভীবাজার শহর শাখার উদ্যোগে প্রথমবারের মতো কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা’২৩ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ অক্টোবর) সকাল ৯ টা থেকে অর্ধদিনব্যাপী মৌলভীবাজার শহরের হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় ও রাজনগরের আইডিয়াল হাই স্কুলে মেধাবৃত্তি পরীক্ষা হয়। এতে প্রায় চতুর্থ থেকে দশম শ্রেণী পর্যন্ত স্কুল ও মাদরাসার এক হাজার ছয়শত শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
পরীক্ষা চলাকালীন সময়ে হল পরিদর্শন করেন কিশোরকন্ঠ পাঠক ফোরামের কেন্দ্রীয় উপদেষ্টা আব্দুল কাইয়ূম মুরাদ, মৌলভীবাজার সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ফয়েজ আহমদ, মৌলভীবাজার ইসলামী সোসাইটির চেয়ারম্যান মাওলানা আব্দুল মান্নান, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আবুল আলা মওদুদ, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা খাতুন, জামেয়া ইসলামীয়া দাখিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল হক, পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল আহাদ খান, রাজনগর আইডিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষক মো. শাহিদুল ইসলাম, জিরেনিয়াম স্কুলের প্রিন্সিপাল আজিজ আহমদ কিবরিয়া, এডুকেয়ার ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল হাবিবুর রহমান হারিছ, আলী আমজদ সরকারি উচ্চ বিদ্যালয়ের সরকারি শিক্ষক মো. মুজিবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ইউসূফ আলী, পশ্চিম বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ মহি উদ্দিন চৌধুরী শাহিন, কবি সুফি চৌধুরী, কিশোরকন্ঠ পাঠক ফোরাম মৌলভীবাজার শহর শাখার চেয়ারম্যান মো. জিল্লুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, বিগত একমাস ধরে প্রথমবারের মতো কিশোরকণ্ঠ পাঠক ফোরাম মৌলভীবাজার শহর শাখার উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা’২৩ এর রেজিস্ট্রেশন কার্যক্রম পরিচালিত হয়। তিনটি ক্যাটাগরিতে মোট একশত শিক্ষার্থীকে মেধাবৃত্তি বাবদ নগদ দেড় লক্ষ টাকা প্রদান করা হবে। এছাড়া পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত শিক্ষার্থীকে প্রদান করা হবে একটি ল্যাপটপ।