সাইবার মনিটরিং সেলের মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ চলছে: র্যাব-৯
প্রকাশিত হয়েছে : ২৪ অক্টোবর ২০২৩, ৭:৫০ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক ::
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন’ র্যাব-৯ এর অধিনায়ক উইং কমান্ডার মো. মোমিনুল হক জিডি-পি বলেছেন, পূজা চলাকালীন সময়ে কেউ যেন কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য র্যাব-৯ এর পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। টহল জোরদার, বিভিন্ন পূজা মন্ডপে চেকপোস্ট স্থাপন এবং মন্ডপের ভিতরে ও বাহিরে সাদা পোশাকে নজরদারি ইত্যাদি। তিনি আরো বলেন, আমাদের সাইবার মনিটরিং সেলের মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ চলছে। কেউ যেন গুজব ছড়িয়ে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে না পারে সে বিষয়ে আমরা নজরদারি করছি।
সোমবার (২৩ অক্টোবর) সকালে শ্রীমঙ্গল শহরের কলেজ রোডস্থ শ্রী শ্রী শ্রীমঙ্গলেশ্বরী কালিবাড়ি সার্বজনীন পূজা মন্ডপ এবং উপজেলার কাকিয়াছড়া চা বাগান সার্বজনীন পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি আরো বলেন, এখন পর্যন্ত কোন প্রকার বিশৃঙ্খলা ছাড়া সুন্দর ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন চলছে। নিরাপত্তার ক্ষেত্রে সবাই আমাদের আন্তরিকতার সাথে সহযোগিতা করছেন। আমরা আশা করছি শান্তিপূর্ণভাবেই এই পূজার সমাপ্তি করতে পারব। সেজন্য সকলের সহযোগিতাও কামনা করছি।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন’ র্যাব-৯ এর অধিনায়ক উইং কমান্ডার মো. মোমিনুল হক জিডি-পি। এসময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং এবং সনাতনী ভক্তবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন মো. মোমিনুল হক। এ সময় তিনি শুভেচ্ছা উপহার হিসেবে বিভিন্ন জাতের ফলের পশরা সাজিয়ে ঝুড়ি ভর্তি ফল তুলে দেন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের হাতে।
এ সময় উপস্থিত ছিলেন র্যাব-৯ এর অধীনস্থ সিপিসি-২ শ্রীমঙ্গল ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মাহফুজুর রহমান।