ফিলিস্তিনে হামলার প্রতিবাদে মৌলভীবাজারে ইসলামী দলগুলোর বিক্ষোভ
প্রকাশিত হয়েছে : ১৩ অক্টোবর ২০২৩, ৭:২৭ অপরাহ্ণ
উলামা মাশায়েখ পরিষদ: শুক্রবার (১৩ অক্টোবর) বাদ জুমা উলামা মাশায়েখ পরিষদের আয়োজনে বায়তুল আমান জামে মসজিদের সামন থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনা দেওয়ানী মসজিদের সামনে সমাবেশে মিলিত হয়। মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা মুফাসসির পরিষদের সভাপতি ও বায়তুল আমান জামে মসজিদের খতিব শেখ মো. আব্দুল হক।
প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, সংগ্রামী মৌলভীবাজারবাসী ভারাক্রান্ত হৃদয়ে আমরা মসজিদের মুসল্লিয়ান সাধারণ মানুষদেরকে নিয়ে একত্রিত হয়েছি। বিশ্ব সন্ত্রাসী মানবতার বিরোধী সন্ত্রাসী ইসরাইল কর্তৃক ফিলিস্তিন নামক স্বাধীন রাষ্ট্রকে দখল করে সেখানের মুসলমানদেরকে নির্মমভাবে হত্যাযজ্ঞ চালিয়েছে। সেই ইসরাইলের বিরুদ্ধে আজকে বিশ্ব মুসলিম জেগে উঠেছে। বিশ্ব মুসলমান তথা মানবতাবাদী সকল মানুষ সন্ত্রাসী ইসরাইলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। এই সন্ত্রাসীরা, মাদকতা, সন্ত্রাস, পরকীয়া ও দর্শন এমন কোন অপরাধ নেই যে অপরাধ সন্ত্রাসবাদী ইহুদীরা করে নাই। সেই ইহুদীরা উড়ে এসে জুড়ে বসে ফিলিস্তিনের স্বাধীন মানুষকে তাদের দেশ থেকে বহিষ্কৃত করে দিয়েছে। পবিত্র মসজিদ বায়তুল মুকাদ্দাস মুসলমানদের তৃতীয় সম্মানিত মসজিদে মুসলমানদের নামাজ পড়তে দেয়া হচ্ছে না। এই অধিকার তারা মুসলমানদের থেকে কেড়ে নিয়েছে। ফিলিস্তিন তোমরা এগিয়ে চলো বিশ্ব মুসলিম তোমাদের পাশে আছে। যদি মুসলমানদের শিশু হত্যা বন্ধ না করা হয়। মুসলমানদের নারী হত্যা বন্দ না হয়। মুসলমানদের উপর নির্যাতন বন্ধ না হয়। তাহলে একদিন এমন সময় আসবে সারা বিশ্বের মুসলিম যুবকের ফিলিস্তিনের মাটিকে স্বাধীন করার জন্য অস্ত্র হাতে নিয়ে মাঠে নেমে পড়বে। এতে আরো উপস্থিত ছিলেন, বিভিন্ন জায়গা থেকে নামাজ পড়তে আসা মুসল্লিবৃন্দ ও মুসলমান আমজনতার।
ইসলামী আন্দোলন বাংলাদেশ:: শুক্রবার (১৩ অক্টোবর) জুমার নামাজের পর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজার শহরে বিক্ষোভে নামে দলটির নেতাকর্মীরা। জুমার নামাজের পর শহরের পশ্চিমবাজার জামে মসজিদ থেকে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতিতে দলটির নেতাকর্মীরা ‘গো ব্যাক ইসরায়েল’ স্লোগান দিতে দিতে মিছিল শুরু করেন। শান্তিপূর্ণ মিছিলটি কুসুমবাগ এলাকার এসআর প্লাজার সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। ইসলামী আন্দোলন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মাওলানা এম.এ কুদ্দুসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা সোলাইমান আহমদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, যুব আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা জাকারিয়া, ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা সোলাইমান আহমদ ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী। সমাবেশে বক্তারা বলেন, মধ্যপ্রাচ্যের নিপিড়ীত জনপদ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইতিহাসের নির্মম আগ্রাসন চালিয়ে বর্বর ইহুদি সেনারা হত্যা করছে হাজার হাজার শিশু নারী-পুরষসহ নিরীহ ফিলিস্তিনিদের। ধ্বংস করে দিচ্ছে শত শত বাড়িঘর, মসজিদ, স্বাস্থ্য কেন্দ্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। অথচ নিশ্চুপ রয়েছে জাতিসংঘসহ পুরো পশ্চিমা বিশ্ব। ইসরায়েলি বাহিনীর বোমাবর্ষণের তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বলেন, সেখানে চলছে মানবিক বিপর্যয়। এমন পরিস্থিতিতে মুসলিম বিশ্বকে এক হয়ে মজলুম ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে ইসরায়েলি বাহিনীকে রুখে দিতে হবে।