ছাত্র মজলিস মৌলভীবাজার শহর ও জেলা শাখার সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০২৩, ৮:২৭ পূর্বাহ্ণ
বিশেষ প্রতিবেদক::
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস মৌলভীবাজার শহর ও জেলা শাখার যৌথ সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১১ অক্টোবর) বিকাল ৩টায় স্থানীয় মজলিস মিলনায়তনে সংগঠনের মৌলভীবাজার শহর শাখার সভাপতি আশরাফ উদ্দীন শফি’র সভাপতিত্বে অনুষ্ঠিত সহযোগী সদস্য সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী। সমাবেশে ২০২৩-২০২৪ সেশনের জন্য মৌলভীবাজার শহর শাখার সদস্যদের প্রত্যক্ষ ভোটে শহর সভাপতি নির্বাচিত হন আরিফুল ইসলাম হোযায়ফা ও সেক্রেটারি মনোনীত হন ফখরুল ইসলাম ফয়সল।
মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মনোনীত হন আব্দুল্লাহ আল নোমান ও সেক্রেটারি মনোনীত হন রাফি উদ্দীন মাবরুর ।
সমাপনী অধিবেশনে শহর শাখার নব-নির্বাচিত সভাপতি আরিফুল ইসলাম হোযায়ফা সভাপতিত্বে ও মৌলভীবাজার জেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল নোমান এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সংগঠনের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান চৌধুরী, শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক মাওলানা আবু সালমান, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা আহমদ বিলাল, ছাত্র মজলিসের প্রাক্তন ছাত্রকল্যাণ সম্পাদক মুহিবুল ইসলাম, সদ্য সাবেক কেন্দ্রীয় অফিস ও প্রচার সম্পাদক হাসান আহমাদ খান, খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক মাওলানা সামছুল ইসলাম তরফদার, সদ্য বিদায়ী শহর সভাপতি আশরাফ উদ্দীন শফি, সাবেক জেলা সেক্রেটারি হাফিজ মাওলানা মুফতি ইব্রাহিম খলিল।