স্বেচ্ছাসবেক লীগে প্রার্থী হওয়ায় জাকারিয়ার বিরুদ্ধে মিথ্যা ভিডিও বার্তার অভিযোগ
প্রকাশিত হয়েছে : ৩ অক্টোবর ২০২৩, ৩:২১ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসবেক লীগের সভাপতি প্রার্থী হওয়ায় সাবেক জেলা ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ জাকারিয়ার বিরুদ্ধে শ্বাশুড়িকে দিয়ে মিথ্যা ভিডিও বার্তা দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠেছে। অভিযোগ করেছেন মোহাম্মদ জাকারিয়া ও তাঁর স্ত্রী উম্মে সালমা হক সুমি।
সোমবার (২ অক্টোবর) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে এসব অভিযোগ তুলে ধরেন উম্মে সালমা হক সুমি ও মোহাম্মদ জাকারিয়া।
সংবাদ সম্মেলনে মোহাম্মদ জাকারিয়া বলেন, ‘আমি স্বেচ্ছাসেবকলীগ প্রার্থী হওয়ায় আমার শ্বাশুড়িকে ভুল বুঝিয়ে রাজনৈতিক প্রতিপক্ষ ভিডিও বার্তা প্রচার করেছে। কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বিভ্রান্ত করার জন্য আমার বিরুদ্ধে অপপ্রচার করা হয়েছে। এই ভিডিও বার্তা দিয়ে প্রতিপক্ষ আমার দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক অবস্থান ক্ষুন্ন করার চেষ্টা করছেন। যেন আমি সভাপতি নির্বাচিত হতে না পারি।’
এদিকে, সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে মোহাম্মদ জাকারিয়ার স্ত্রী উম্মে সালমা হক সুমি বলেন, ‘গত ২৯ সেপ্টেম্বর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার মায়ের একটি ভিডিও বার্তা রেজা হক নামীয় আইডিতে প্রকাশিত হয়। যা আমার নজরে আসে। ভিডিও বার্তাটি আমার ও আমার স্বামীকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে প্রকাশ করা হয়েছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’
সুমি বলেন, ‘আমার স্বামী মোহাম্মদ জাকারিয়া মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, বর্তমানে মৌলভীবাজার জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী হয়েছেন। আমার স্বামী জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা করার পক্ষে প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছেন। আমার স্বামীর কার্যক্রমে ঈশ্বান্বিত হয়ে রাজনৈতিক প্রতিপক্ষ ও শত্রু লোক আমার বয়বৃদ্ধ মা’কে ভুল বুঝিয়ে ও প্রভাবিত করে দুরবিষদ্ধিমূলক অসৎ ও বানোয়াট তথ্য দিয়ে আমার স্বামীর রাজনৈতিক ক্যারিয়ারের ক্ষতি সাধিত হয় এমন বক্তব্য রেজা হক নামক ফেইসবুক আইডিতে প্রকাশ করা হয়।’
সুমি বলেন, ‘ভিডিওতে বলা হয়েছে আমার স্বামী জায়গা দখল করে বসে আছে এবং আমাকে জোর করে আমার কাছ থেকে জমি নিয়েছেন। যা সম্পূর্ণ মিথ্যা। আমরা ভাই-বোন দুইজন আমারা উত্তরাধিকার সূত্রে এই জায়গার মালিক হই। আমার ভাইয়ের জায়গা অন্যত্র বিক্রি করে দিলে আমার স্বামী এই জায়গা ক্রয় করেন। পরবর্তীতে আমার নামীয় জায়গা আমার স্বামীর নামে দিয়ে সেই এবং এই জায়গা ব্যাংকে বন্ধক রেখে আমারা স্থাপনা তৈরি করেছি। আমার ভাইয়ের জায়গার বিক্রি করার দলিল এবং আমার দেয়া রেজিস্টারকৃত দলিল আপনাদের সামনে দেখালাম। আমার বয়বৃদ্ধ মায়ের অসুস্থতার সুযোগ নিয়ে আমার স্বামীর রাজনৈতিক প্রতিপক্ষরা তার ক্ষতিসাধন করার জন্য আমার মা’কে ব্যবহার করছে। রাজনৈতিভাবে যারা আমার মা’কে ব্যবহার করছেন সাংবাদিক ভাইদের মাধ্যমে আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা রাজনীতি করছেন করেন দয়া করে আমার পরিবারকে জড়িয়ে আমার জীবন ক্ষতিগ্রস্ত করেবন না।’
এদিকে মোহাম্মদ জাকারিয়া বলেন, ‘ভিডিওবার্তায় আমাকে যেন স্বেচ্ছাসবকলীগের সভাপতি করা না হয়। সেটাই বারবার বলা হয়েছে। আমি রাজনৈতিক প্রতিহিংসার স্বীকার।’