এক দফা এক দাবি ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে মৌলভীবাজারে স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ
প্রকাশিত হয়েছে : ২ সেপ্টেম্বর ২০২৩, ৬:১৫ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
এক দফা এক দাবি ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সাবেক সদস্য, জেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসহাক আহমেদ চৌ: মামনুনের নেতৃত্বে মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার শহরের শমসের নগর রোড থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র নেতা মুজাহিদুল ইসলাম, সিনিয়র নেতা জিয়াউর রহমান জয়, হাফিজুর রহমান পংকি, তরাজ মিয়া, টিটু আলম, রুমেল আহমেদ, রাজু খান, আফছার আহমেদ আফজল, নেছার আহমদ, আজিজ আহমেদ, হোসাইন আহমদ, রতন দাশ, ওবায়দুল হক তানিম, সামুয়েল আহমদ প্রমুখ।
পরে জেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসহাক আহমেদ চৌ: মামনু বলেন, এই ফ্যাসিস্ট সরকার সম্পূর্ণ প্রতিহিংসামূলকভাবে নির্দোষ ও জনপ্রিয় নেত্রীকে অন্যায়ভাবে আটকে রেখেছে। আজ দেশের মানুষ সোচ্চার। তাদের প্রাণের দাবি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি। বেগম খালেদা জিয়া শুধু বিএনপির চেয়ারপারসন নন, জনগণের অধিকারের জন্য জেল-জুলুম টিয়ারসেলসহ সকল নিপীড়ন-নির্যাতনকে বুকে ধারণ করে তিনি রাজপথে গণতন্ত্রের পতাকা উড্ডীন করেছেন। সেই মহান নেত্রীকে অন্যায়ভাবে আটক রাখা হয়েছে। কারণ ভোটারবিহীন সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশনেত্রীকে ভয় পান। বেগম জিয়া বাইরে থাকলে দিনের ভোট রাতে করতে পারতেন না, অবৈধ ভোট করতে পারতেন না। এজন্যই বেগম জিয়াকে বন্দী করে রাখা হয়েছে।