পুকুর থেকে বৃদ্ধার ম র দে হ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৫ আগস্ট ২০২৩, ৩:৫৩ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের কুলাউড়ায় পুকুরে ভাসমান অবস্থায় আমেনা বেগম (৭৫) নামক এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৩ আগস্ট) ভোরে স্থানীয়রা চেয়ারম্যানের মাধ্যমে খবর পেয়ে কুলাউড়া খানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা জানান, উপজেলার কাদিপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামের মৃত হাফিজ মিয়ার স্ত্রী আমেনা বেগম ২২ আগস্ট রাত আনুমানিক ১১টা থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করেও তাঁকে পান নাই। পরদিন তাঁর লাশ পাশের বাড়ির পুকুরে দেখতে পায় স্বজনরা।
কাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান জাফর আহমদ গিলমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের ৬ ছেলে ও ২ মেয়ে রয়েছে। তিনি মানসিক ভারসাম্যহীন। প্রায়দিনই নিখোঁজ হয়ে যান। আবার ফিরে আসেন।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ সালেক জানান, ময়না তদন্ত ছাড়া দাফনের অনুমতি আনতে জেলা প্রশাসকের কাছে পরিবারের লোকজন গেছে। অনুমতি পেলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অন্যথায় ময়না তদন্ত হবে বলে জানান ওসি।