মৌলভীবাজার পৌর জামায়াতের আমির গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২৪ আগস্ট ২০২৩, ১২:৫১ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মৌলভীবাজার পৌরসভার আমির হাফেজ তাজুল ইসলামকে গ্ৰেফতার করেছে পুলিশ।
বুধবার (২৩ আগস্ট) রাতে মৌলভীবাজার শহরের প্রেসক্লাব মোড়ের জেলা পরিষদ মসজিদের সামনে থেকে পুলিশ গ্ৰেফতার করে। তথ্যটি নিশ্চিত করেছেন মৌলভীবাজার মডেল থানার ওসি মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী।
তিনি জানান, পুলিশ অভিযান পরিচালনা করে পৌর জামায়াতের আমির তাজুল ইসলাম (৪৪)কে গ্রেফতার করে। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদে এবং সিডিএমএস পর্যালোচনা করে তার বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে বলে জানা যায়।
তাজুল ইসলামকে মৌলভীবাজার এর কুলাউড়া থানায় দুটি, বড়লেখা থানায় একটি ও সদর থানায় দুটি মামলার বিবাদী। তাহার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। থানা এলাকার আইন-শৃঙ্খলা স্বাভাবিক আছে।
উল্লেখ্য, বুধবার (২৩ আগষ্ট) বিকেল ২ ঘটিকায় জেলা শহরের শমসের নগর রোডস্থ শ্যামলী রাস্তার সম্মুখে সাঈদীর জানাজার নামাজ আদায় করতে না দেওয়া ও হামলা গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে জেলা জামায়াত। মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা আমীর ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী। এতে আরো উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মো. ইয়ামীর আলী, পৌর আমীর হাফেজ তাজুল ইসলাম, সদর উপজেলা সেক্রেটারি দেওয়ান আশিক আল রশীদ চৌধুরী, ছাত্রশিবিরের মৌলভীবাজার শহর সভাপতি মো. জিল্লুর রহমান ও জেলা সভাপতি আব্দুস সামাদ প্রমুখ। জেলা জামায়াতের প্রচার বিভাগ প্রেস রিলিজে এতথ্য জানায়।