রাসূল (সা.) এর আদর্শ গ্রহণই মুক্তির পথ: মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী
প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০২৩, ৪:০৪ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মাসিক পরওয়ানা’র সম্পাদক মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী বলেন, আল্লাহ তাঁর প্রিয় হাবিবকে আমাদের জন্য সর্বোত্তম জীবনাদর্শ হিসেবে প্রেরণ করেছেন। আমরা অনেকেই দুনিয়ার জীবনে সুখী-সমৃদ্ধিশালী হতে পশ্চিমা জীবনাদর্শকে শ্রেষ্ঠ মনে করি, কিন্তু যে সমাজে আত্মহত্যার প্রবণতা তুলনামূলক বেশি সেই সমাজ কীভাবে সুখী হতে পারে? যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন কেবল তাঁর দেওয়া বিধানেই সামগ্রিক কল্যাণ নিহিত। আল্লাহর বিধান অনুযায়ী রবের স্মরণেই রয়েছে অন্তরের প্রশান্তি। ইহকালীন ও পরকালীন জীবনের কল্যাণ রয়েছে কেবল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনাদর্শে। আমাদের যার জীবন রাসূল (সা.) এর সাথে যত বেশি সামঞ্জস্যপূর্ণ হবে ততোই আমাদের জীবন সুন্দর হবে। তিনি দাখিল ও এসএসসি উত্তীর্ণ ছাত্রদের উদ্দ্যেশ্যে বলেন, আপনাদের সামনে এখন আলো ও আধারের হাতছানি প্রকট হবে। বাবা-মায়ের অনুশাসন থেকে কিছুটা বের হয়ে আপনারা এখন স্বাধীনচেতা। কোন আধারের হাতছানি যেনো আপনার বাবা মায়ের স্বপ্ন পূরনের পথে বাধার প্রাচীর না হয়ে দাঁড়ায়, আলোর পথে এগিয়ে যেতে তালামীযে ইসলামিয়ার ছায়াতলে আশ্রয় গ্রহণ করুন। তালামীযে ইসলামিয়া আপনাকে রাসূলের আদর্শে জীবন গঠন করতে উদ্ভুদ্ধ করবে, এটাই শ্রেষ্ট জীবনাদর্শ, এটাই মুক্তির পথ।
১৯ আগস্ট, শনিবার, দুপুরে মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার সদর উপজেলা আয়োজিত দাখিল ও এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. জাহেদুর রহমান।
মৌলভীবাজার সদর উপজেলা সভাপতি মো. গিয়াস উদ্দিন রাফির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. বদরুল ইসলাম এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের মৌলভীবাজার জেলা সভাপতি মো. আলী রাব্বি রতন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক আহমাদ রায়হান ফারহী।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংগঠনের মৌলভীবাজার জেলার সাধারণ সম্পাদক মো. নাসির খাঁন, মৌলভীবাজার জেলা আল ইসলাহর সহ-সাধারণ সম্পাদক মাওলানা ইসহাক আহমদ, প্রচার সম্পাদক মাওলানা মো. শফিকুল আলম, সংগঠনের মৌলভীবাজার জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক সামায়ুন কবির, সদর উপজেলা আল ইসলাহ’র সভাপতি মাওলানা কাজী মো. কবির আহমদ তালুকদার ও নিতেশ্বর দাখিল মাদরাসার সুপার মাওলানা মো. হেলাল উদ্দিন সিরাজী।