মৌলভীবাজারে জামায়াত নেতার বোনের উপর ছাত্রলীগ নেতাদের অতর্কিত হামলা
প্রকাশিত হয়েছে : ১৯ আগস্ট ২০২৩, ১১:৫৯ পূর্বাহ্ণ
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার সদর উপজেলার সাবেক জামায়াত নেতা যুক্তরাজ্য প্রবাসী আনিছুর রহমান ও শিবির নেতা ময়নুল ইসলাম এর ছোট বোন মাহিয়া আক্তার অন্নির উপর অতর্কিত হামলা করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। মাহিয়া আক্তার অন্নি ১৮ আগষ্ট সকালে প্রাইভেট পড়তে যাওয়ার পথে ছাত্রলীগে নেতা জামিল ও জাকুর নেতৃত্বে একদল অস্ত্রধারী ছাত্রলীগ সন্ত্রাসীরা অতর্কিত হামলা করে। আহত মাহিয়া আক্তার অন্নি এর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য সিলেট কাজল শাহ রোডস্থ NJLent হসপিটালে ডাক্তার নুরুল হুদা নাঈম এর তত্ত্বাবধানে ভর্তি করেন।
আহত মাহিয়া আক্তার অন্নি মৌলভীবাজার সদর উপজেলার সাধুহাটি গ্রামের মানিক মিয়ার ছোট মেয়ে। যুক্তরাজ্য প্রবাসী জামায়াত নেতা আনিছুর রহমান ও সাবেক শিবির নেতা ময়নুল ইসলাম এর ছোট বোন। সে সাধুহাটী আব্দুল বারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থী।
স্থানীয়রা জানান, ছাত্রলীগ নেতারা বেশ কয়েক দিন যাবত জামায়াত নেতা আনিছুর রহমান ও সাবেক শিবির নেতা ময়নুল ইসলামকে মারধর করার জন্য তাদের বাড়িতে আসে। তারা প্রবাসে থাকায় তাদের না পেয়ে এক পর্যায়ে তার ছোট বোনের উপর হামলা করে।
আহত মাহিয়া আক্তার অন্নি এর পরিবারের সদস্যরা জানান, ছাত্রলীগ সন্ত্রাসীরা তাকে প্রাণে হত্যাকরার জন্য পরিকল্পিতভাবে হামলা করে। এ হামলায় সে মাথায়, নাকে ও মুখে মরাত্মক আঘাত পায়।
এদিকে মাহিয়া আক্তার অন্নি এর উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তার সহপাঠি, শিক্ষকবৃন্দ ও অভিভাবকরা। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।