বিমানে শেখ রেহানার সাথে সুলতান মনসুর
প্রকাশিত হয়েছে : ১৮ আগস্ট ২০২৩, ১১:০৬ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী হচ্ছেন সুলতান মোহাম্মদ মনসুর, এমন গুঞ্জন শুনা যাচ্ছে তার নির্বাচনী এলাকায়। এবার বঙ্গবন্ধুর কন্যা শেখ রেহানার সাথে একই ফ্লাইটে বিমান সফরের একটি ছবি এসেছে পূর্বদিকের কাছে।
শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে সুলতান মোহাম্মদ মনসুর আহমদ পূর্বদিককে বলেন, একই ফ্লাইটে আসতেই পারি। গত ১৩ আগস্ট তিনিও দেশে এসেছেন, আমিও এসেছি। যার কারণে আমরা সাথে বিমানের একই ফ্লাইটে দেখা হয়।
আগামী সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে কি না, এই বিষয়ে তিনি বলেন, আমি এই বিষয়ে এখনই কোন মন্তব্য করতে চাই না। আমি লন্ডনের কয়েকটি মিটিং এ বিষয়টি স্পষ্ট করেছি।
সম্প্রতি মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদ লন্ডন সফরে যান। সেখানে বিভিন্ন সভায় বক্তব্য রেখে তিনি বলেন, আমি পরিস্কারভাবে বলতে চাই বিশেষ করে এই প্রজন্মদের জেনে রাখা দরকার ধানের শীষ প্রতিক কিন্তু মুলত মরহুম মজলুম জননেতা,মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর প্রতিক ছিলো। এটা কোন বিতর্কের বিষয় নয় বলে আমি মনে করি। যদি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নৌকা প্রতিক আমাকে দেন আমি অবশ্যই আগামী নির্বাচন করবো।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ আসন থেকে গণফোরামের মনোনয়নে ধানের শীষ প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন সুলতান মোহাম্মদ মনসুর। সুলতান মনসুর এক সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি একসময় ডাকসুর ভিপি ও ছাত্রলীগের সভাপতি ছিলেন। এক-এগারোর পর থেকে দলের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়।