মৌলভীবাজারে বিভাগীয় কমিশনারের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ১০ আগস্ট ২০২৩, ৯:৫৯ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজার জেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনের সাথে মতবিনিময় করেন সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী।
বৃহস্পতিবার ১০ আগস্ট দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক দেবাশীষ দেবনাথ, জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, সিভিল সার্জন ড. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, পৌর মেয়র ফজলুর রহমান সহ জেলা পর্যায়ের দপ্তর প্রধান, উপজেলা নির্বাহী অফিসারগণ, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় মাদক, ধর্মীয়, উগ্রবাদ, জঙ্গীবাদ, ধর্মীয় সম্প্রতি বৃদ্ধি ও সামাজিক অপরাধ প্রতিরোধে উদ্বুদ্ধকরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।