কুলাউড়ায় মহিলার অর্ধগলিত লাশ উদ্ধার সাংবাদিকের উপর হত্যা মামলা
প্রকাশিত হয়েছে : ৩১ জুলাই ২০২৩, ১২:২২ পূর্বাহ্ণ
ষ্টাফ রিপোর্টার:
কুলাউড়া পৌর শহরের দক্ষিণবাজারস্থ বাস স্ট্যান্ডের বিপরীত পাশে অবস্থিত হাজী ইয়াকুব আলী ভবনের পেছন থেকে অর্ধগলিত এক নারীর মৃত দেহ উদ্ধার করেছে কুলাউড়া থানা পুলিশ। এ ঘটনায় ব্যবসায়ী ও সাপ্তাহিক মৌলভীবাজার সমাচার পত্রিকার কুলাউড়া উপজেলা প্রতিনিধি মো: তানভীর আহমদ’কে প্রধান আসামী করে কুলাউড়া থানায় ২৬ জুলাই একটি ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেছে মৃত নারীর বাবা মো: কনা মিয়া। মামলায় অন্যান্য আসামীরা হলেন, দোকান কর্মচারী লিমন আহমদ, আমিন আহমদ, কুলাউড়া উপজেলা বিএনপি নেতা মো: ইকবাল হোসেন, মো: আব্দুল কাইয়ুম ও মুন্না আহমেদ। মামলায় অজ্ঞাতনামা আসামী করা হয় ৪/৫ জনকে।
মামলার প্রধান আসামী সাংবাদিক মো: তানভীর আহমদ’কে গ্রেফতার করার জন্য ৩০ জুলাই পুলিশ অভিযান চালায়। সাংবাদিক মো: তানভীর আহমদ’কে না পেয়ে তার দোকানের কর্মচারী আমিন আহমদকে গ্রেফতার করেছে কুলাউড়া থানা পুলিশ।
মামলার এজহার ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, কুলাউড়া শহরের দক্ষিণবাজারস্থ বাস স্ট্যান্ডের বিপরীত পাশে অবস্থিত হাজী ইয়াকুব আলী ভবনের পেছন থেকে মহিলার অর্ধগলিত লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। দুপুর ২টার দিকে ভবনের নিচে থাকা মার্কেটের কয়েকজন ব্যবসায়ী ও বাসিন্দারা দুর্গন্ধ পেয়ে ভবনের পেছনে গিয়ে দেখতে পান পরিত্যক্ত টয়লেটে উপুড় করে ফেলে রাখা এক নারীর অর্ধ নগ্ন পঁচা লাশ।
প্রত্যক্ষদর্শী ও ভবনের ব্যবসায়ীরা জানান, নারীর গলায় ওড়না দিয়ে প্যাঁচানো ও পেটের একটি অংশ ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে।
কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) রতন চন্দ্র দেবনাথ বলেন, একটি পরিত্যক্ত শৌচাগার থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করা হয়। এ হত্যাকান্ডের সাথে সম্পৃক্তদের গ্রেফতার করার জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। ইতিমধ্যে আমিন আহমদ নামে একজন কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে। হত্যাকান্ডের মূলহুতাকে গ্রেফতার করার জন্য আমাদের চেষ্টা চলছে।