মৌলভীবাজারে নারী উন্নয়ন ফোরামের মানববন্ধন ও সংবাদ সম্মেলন
প্রকাশিত হয়েছে : ১৭ জুন ২০২৩, ৭:১৯ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
নারীর রাজনৈতিক ক্ষমতায়নে নারীদের প্রতিনিধিত্ব শতকরা ৩৩ ভাগ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে নারী উন্নয়ন ফোরাম মৌলভীবাজার জেলা শাখা।
শনিবার (১৭ জুন) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব চত্বরের সামনে ঘন্টাব্যাপী এক মানববন্ধনে এ সব দাবি জানান তারা। মানববন্ধনে সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি মুক্তি চক্রবর্ত্তী।
মানববন্ধনে বক্তব্য রাখেন, নাজমা বেগম,কলি সোলাইমান,শাহনাজ আক্তার,আনোয়ারা বেগম, পারভিন আক্তার চৌধুরী,শঙকরী রানী চন্দ প্রমুখ।
বক্তরা বলেন, এসডিজি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ দিন দিন উন্নত রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে সক্রিয়ভাবে অংশগ্রহণের লক্ষ্য সরকার কাজ করছে। কিন্তু মুলত নারীর রাজনৈতিক ক্ষমতায়নে নারীদের প্রতিনিধিত্ব শতকরা ৩৩ ভাগ নিশ্চিত করা হয়নি,নারীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে না।
মানববন্ধন শেষে মৌলভীবাজার জেলা পরিষদ মিলনায়তনে মৌলভীবাজারে নারী উন্নয়ন ফোরামের আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সাংবাদিকদের কাছে নারীদের প্রতিনিধিত্ব শতকরা ৩৩ ভাগ নিশ্চিত করার দাবি জানানো হয়।