মৌলভীবাজারে মেয়রকাপ আমন্ত্রণমূলক ফুটবল টুর্ণামেন্ট শুরু
প্রকাশিত হয়েছে : ৪ জুন ২০২৩, ৫:৩৭ অপরাহ্ণ
বিশেষ প্রতিবেদক::
মৌলভীবাজারে মেয়রকাপ আমন্ত্রণমূলক ফুটবল টুর্ণামেন্ট ২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৩ জুন) বিকেল সাড়ে ৩টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে টুর্ণামেন্ট উদ্বোধন করেন মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
মৌলভীবাজার পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) বর্ণালী পাল, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মিছবাহুর রহমান।
জানা যায়, মেয়রকাপ আমন্ত্রণমূলক ফুটবল টুর্ণামেন্ট ২০২৩ এ বাংলাদেশের বিভিন্ন জেলার টিম অংশগ্রহণ করবে। উদ্বোধনী খেলায় হবিগঞ্জ একাদশ ও ব্রাহ্মণবাড়িয়া একাদশ অংশ গ্রহণ করে। উদ্বোধন অনুষ্টান ও খেলা দেখতে পৌর কাউন্সিলরবৃন্দ, সাংবাদিকবৃন্দ, শহরের গণ্যমান্য ব্যাক্তিবর্গসহ ক্রীড়ামোদী দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।