জাতীয় কবির দর্শনে মানবতাবোধে দীক্ষিত হওয়ার আহ্বান
প্রকাশিত হয়েছে : ২৬ মে ২০২৩, ৬:০৩ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
বাঙালির হৃদয়ের চিরস্মরণীয় কবি কাজী নজরুল ইসলাম। কেউ বলেন প্রেমের কবি কারো দাবি দ্রোহ আর বিদ্রোহের। আবার কেউ বলেন মানবতার কবি গান গেয়েছেন সাম্যের। বাংলা সাহিত্য কিংবা বাঙালি চেতনার জাগরণে ধুমকেতুর মতোই আবিভূত হয়েছিলেন কাজী নজরুল ইসলাম। বিশ শতকের গোড়ালি থেকেই তার পদচারনা প্রেম প্রকৃতি ধর্ম দেশ সামাজিক অসঙ্গতি। কোন কিছুই যেন বাদ যায়নি, তার লেখনী থেকে।
বৃহস্পতিবার (২৫ মে) সন্ধ্যায় মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আলোচনা সভা ও সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে শিল্পকলা একাডেমি। অনুষ্ঠানে গান কবিতা নৃত্য পরিবেশন করে শিশু ও কিশোররা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন। তিনি বলেন, কাজী নজরুল ইসলাম সম্পর্কে বলার ভাষা নেই। গান ছড়া কবিতা গীতা রচনা সাহিত্যের কোন অংশই বাদ নেই। তিনি যেমন মসজিদে গিয়ে গান লিখেছেন মন্দিরে গিয়ে গীতা লিখেছেন। বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মাদ নাছের রিকাবদার বলেন, তিনি ওই সময় উপমাহাদেশের প্রথা ও ধর্মান্ধতার বিরুদ্ধে কথা বলেছেন। কলম ধরেছিলেন প্রতিবাদ করেছিলেন। কতটুকু সাহসী ব্যক্তি হলে এটি করা যেত বুঝাই যাচ্ছে।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক প্রভাংশু সোম মহান বলেন, আজকের এই অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্যই নজরুলের চেতনায় উজ্জিবিত হই। জাতীয় কবির দর্শন সবার মধ্যে ছড়িয়ে মানবতাবোধে দীক্ষিত হওয়ার আহ্বান রইল। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে রচনা লিখা, কবিতা আবৃত্তি ও নজরুল সংগীত প্রতিযোগীতায় বিজয়ী শিশুদের পুরস্কার বিতরণ করেন অতিথিরা।