মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ মাদরাসা প্রধান মাওলানা মোহাম্মদ শামছুল ইসলাম
প্রকাশিত হয়েছে : ২৪ মে ২০২৩, ৬:২২ অপরাহ্ণ
বিশেষ প্রতিবেদক::
জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৩ এ সিলেট বিভাগের মৌলভীবাজার জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান (মাদরাসা) প্রধান নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মৌলভীবাজার জেলা সভাপতি ও মৌলভীবাজার টাউন কামিল মাদরাসা অধ্যক্ষ মুফতি মাওলানা মোহাম্মদ শামছুল ইসলাম।
সোমবার (২২ মে) জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এর প্রতিযোগিতায় মৌলভীবাজার জেলা পর্যায়ে তাকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচন করা হয়।
মুফতি মাওলানা মোহাম্মদ শামছুল ইসলাম সততা, দক্ষতা ও আন্তরিকতার সাথে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনাসহ তিনি সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদান রাখায় তাকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান মনোনীত করা হয়।
মাদরাসা কর্তৃপক্ষ তাঁর এ অর্জনে মৌলভীবাজার জেলা পর্যায়ের নির্বাচক মন্ডলীর আহবায়ক, মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম ও সদস্য সচিব জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমানসহ নির্বাচক মন্ডলীকে মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার ছাত্র শিক্ষক ও গভর্নিং বডির পক্ষ থেকে অভিনন্দন জানান ।