মৌলভীবাজার সরকারি কলেজে “বসন্তবরণ” উৎসব
প্রকাশিত হয়েছে : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ৫:৫৩ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
বিশ্ব ভালোবাসা দিবস, অন্যদিকে পহেলা ফাল্গুন ঋতুরাজ বসন্তের প্রথম দিন। বসন্ত মানে পূর্ণতা বসন্ত মানে নতুন প্রাণের কলরব। পহেলা ফাল্গুন উপলক্ষে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) মৌলভীবাজার সরকারি কলেজ এর আয়োজনে অনুষ্ঠিত হল বসন্তবরণ,সাংস্কৃতিক অনুষ্ঠান ও বসন্তমেলা। বসন্তবরণ উপলক্ষে সকালে বসন্ত র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীর উদ্ধোধন করেন মৌলভীবাজার সরকারি কলেজ এর অধ্যক্ষ দেবাশীষ দেবনাথ। র্যালীতে কলেজের শিক্ষক শিক্ষার্থী,কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী বসন্তবরণ অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান আবৃত্তি,গান,নৃত্য,ম্যাজিক এবং আবহমান বাংলার ঐতিহ্য তুলে ধরে ফ্যাশন শো অনুষ্ঠিত হয়। অন্যদিকে সরকারি কলেজে হয় পিঠা উৎসব। এ উৎসবে আনন্দে মেতে উঠেছে পুরো কলেজের ছাত্র ছাত্রী শিক্ষকবৃন্দ। উৎসবে বাহারি পিঠা দেখা গেছে মাছের পিঠা, জামাই পিঠা, সন্দেশ, মালপোয়া, নারিকেলের পবস্, তালের বড়া, ক্ষীর পাটিসাপটা, সুজির বরফি, আলুপুঁড়ি, ডালের পিঠা, বিস্কুট পিঠা, গোলাপসহ মজার মজার নামের সব পিঠার দেখার মিলল। নামের মতো এসব পিঠা দেখতেও নজরকাড়া। তাছাড়া আরো রয়েছে দুধ পুলি, ভাপা, চিতই, ডিম পিঠা, নকশি পিঠা, মুগ পাকন, লবঙ্গ লতিকা পিঠা ইত্যাদি।
আবহমান বাংলার এক চিরায়ত সংস্কৃতি পিঠা-পুলির আয়োজন।বাংলার ঐতিহ্যবাহী শীতকালীন এই উৎসবের ধারাকে অব্যাহত রাখতে মৌলভীবাজারের সরকারি কলেজ আয়োজন করেছে পিঠা উৎসব। উৎসবে ক্রেতাদের ছিলো উপছে পড়া ভিড়। তাছাড়া দর্শনার্থী, আমন্ত্রিত অতিথিদের ঢল নেমেছিল এ উৎসবে। কলেজ ক্যাম্পাস ছিল উৎসবের আমেজে মুখরিত। বিভিন্ন স্টলে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। স্টলগুলোতে পিঠা বিক্রির ধুম ছিল লক্ষণীয়। বসন্তমেলায় বিজয়ী ৩টি স্টলকে পুরষ্কৃত করা হবে।
মৌলভীবাজার সরকারি কলেজ এর অধ্যক্ষ দেবাশীষ দেবনাথ বলেন, প্রতি বছরের মতো এবারও কোন কমতি হয়নি আমাদের আয়োজন।পুরো কলেজ ক্যাম্পাসে একটা উৎসবের আমজে বিরাজ করছিলো।