মৌলভীবাজার পৌর জামায়াতের সেক্রেটারী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২৯ ডিসেম্বর ২০২২, ৭:৩৯ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজার পৌর জামায়াতের সেক্রেটারী মুর্শেদ আহমদ চৌধুরী ওরফে আনোয়ার হোসেন (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাতে এতথ্য নিশ্চিত করেন মৌলভীবাজার মডেল থানার ওসি তদন্ত মো. মশিউর রহমান।
তিনি জানান, মৌলভীবাজার পৌর জামায়াত নেতাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত জামায়াত নেতার নাম মো. আনোয়ার হোসেনচৌধুরী (৩৫)। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার পৌরসভা শাখার সেক্রেটারি। তার বিরুদ্ধে সন্ত্রাস ও নাশকতা মামলা রয়েছে।
তিনি বলেন, আজ দুপুরে তাকে শহরের কোর্ট রোডস্থ সাকুরা মার্কেট এলাকা থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেফতার করে। তাকে শুক্রবার (৩০ ডিসেম্বর) আদালতে তোলা হবে। সেখানে আইনি প্রক্রিয়া শেষে জেল হাজতে পাঠানো হবে।