সৈয়দ মুজতবা আলী হলে বিজয় দিবস উদযাপন
প্রকাশিত হয়েছে : ১৮ ডিসেম্বর ২০২২, ৪:৫৭ অপরাহ্ণ
কলেজ প্রতিনিধি::
মৌলভীবাজার সরকারি কলেজের সৈয়দ মুজতবা আলী হলে বিজয় দিবস উদযাপন মহান বিজয় দিবস উপলক্ষে নানা আয়োজনের মধ্য দিয়ে দেশব্যাপী উদযাপন করা হচ্ছে এই প্রাণের এই দিনটিকে। তারই অংশ হিসেবে মৌলভীবাজার সরকারি কলেজ’র অন্যতম ছাত্রাবাস সৈয়দ মুজতবা আলী হলে ঝাকজমকপূর্ণভাবে আয়োজিত হয়েছে উক্ত দিবসটি। অনুষ্টানে যোগ দিতে বিভিন্ন এলাকা থেকেপ্রতিষ্ঠানের অধ্যয়নরত অনেক শিক্ষার্থীই এসেছেন ছাত্রাবাসে । বিজয় উদযাপনে বর্ণিল করতে ক্যাম্পাসের বিভিন্ন ভবন ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আলোকসজ্জা করেছে প্রতিষ্টান কর্তৃপক্ষ।
শনিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় মৌলভীবাজার সরকারি কলেজের সৈয়দ মুজতবা আয়োজিত হয় এক সাংস্কৃতিক অনুষ্টানের। হলের আবাসিক শিক্ষার্থী আলমগীরের সঞ্চালনায় সভাপতিত্ব করেন হলের আহবায়ক ফয়েজ আহমদ।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর দেবাশীষ দেবনাথ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষক পরিষদের সম্পাদক রুখসানা সুলতানা, হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান শরিফুল রহমান,রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান মো. রফি উদ্দিন,ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মহির উদ্দিন।
উক্ত অনুষ্টানের সমন্বয়ক ছিলেন হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক ও হলের আবাসিক তত্ত্বাবধায়ক শফিকুল ইসলাম।
অতিথি হিসবে আরও উপস্থিত ছিলেন মো. মনোয়ার হোসেন, মোঃ মোবারক খাঁন, তোফাজ্জল হোসেন,রিপন সিংহ, তাহমিনা বিনতে মাহবুব, ছন্দা শর্মা, চয়ন চক্রবর্তী, সুরঞ্জিত সিংহ আব্দুল বাকের, মোসাম্মৎ নুরন্নাহারসহ আরও অনেকেই। ছোট অতিথিদের মধ্যে ফাতিহা, রোদেলা ও আইয়ানদের উপস্থিতিও ছিল আকর্ষনীয় এই আয়োজনে।
মহান বিজয় দিবসের এই অনুষ্টানে আয়োজন করা হয় সাংস্কৃতিক নানান ইভেন্টের। অভিনয়, কবিতা আবৃত্তি, গান, ম্যাজিক, আঞ্চলিক দামাইল গানসহ আকর্ষনীয় আয়োজন করেছে দর্শক ও অতিথিদেরকে বিমোহিত । ফাহিম,হিরন, রাব্বি, গাজী রিয়াজ, নাহিদ, রায়হান,মাহমুদ ও আবিদের সাংস্কৃতিক ইভেন্টের পারফরম্যান্স ছিল অতুলনীয়।
প্রধান অতিথি তার বক্তব্যে ,শিক্ষার্থীদের দেশপ্রেম ও জাতীয় চেতনায় উদ্বুদ্ধ হয়ে সুনাগরিক ও সুশিক্ষিত হতে আহবান জানান।