বীর মুক্তিযোদ্ধাদের জেলা প্রশাসন ও মৌলভীবাজার পৌরসভার পক্ষ থেকে সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০২২, ১:৫৯ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মহান বিজয় দিবস ২০২২ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের জেলা প্রশাসন ও মৌলভীবাজার পৌরসভার পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার (১৬ ডিসেম্বর) শিল্পকলা একাডেমির হলরুমে জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-০৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ এবং স্বাগত বক্তব্য প্রদান করেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের মাননীয় সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার মোঃ জামাল উদ্দিন।