মৌলভীবাজারে যক্ষা নিমূলে মতবিনিময় সভা
প্রকাশিত হয়েছে : ৭ ডিসেম্বর ২০২২, ৫:৫৫ অপরাহ্ণ
বিশেষ প্রতিবেদক::
জাতীয় যক্ষা নিয়ন্ত্রন কর্মসুচির অধীনে মৌলভীবাজারে যক্ষা নিমূলে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ডিসেম্বর) দুপুরে জাতীয় যক্ষা নিয়ন্ত্রন কর্মসুচির অধীনে প্রিপটাষ্ট্র এর আয়োজনে আইসিডিডিআরবি অর্থায়নে মতবিনিময় সভা মৌলভীবাজার সার্কিট হাউসের মূন হলে অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছা: শাহীনা আকতার এর সভাপতিত্বে এবং প্রিপটাষ্ট্র এর পরিচালক ওমর ফারুক এর পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার -৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার হবিগজ্ঞ সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউিদ্দিন,সিভিল সার্জন ডা:চৌধুরী জারাল উদ্দিন মুর্শেদ,অতিরিক্ত পুলিশ সুপার (এস,বি) মো: মহসীন।
বক্তব্য রাখেন কমলগজ্ঞ উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুর রহমান,ডা: বর্নালী দাশ,মো আবু তাহের,সাংবাদিক নজরুল ইসলাম মুহিব প্রমুখ। মতবিনিময় সভায় বক্তারা জাতীয় যক্ষা নিয়ন্ত্রন কর্মসুচির অধীনে মৌলভীবাজারে যক্ষা নিমূলে গনসচেতনার উপর গুরুত্বারোপ করে।