মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে মাসব্যাপী মশক নিধন ও পরিষ্কার পরিচন্নতা কার্যক্রম শুরু
প্রকাশিত হয়েছে : ৬ নভেম্বর ২০২২, ২:২৯ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে মাসব্যাপী মশক নিধন ও পরিষ্কার পরিচন্নতা কার্যক্রম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে শুরু হয়েছে।
রবিবার ৬ নভেম্বর সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সহযোগীতায় মশক নিধন ও পরিষ্কার পরিচন্নতা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। পৌর মেয়র ফজলুর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা: হুমায়ুন কবির, সিভিল সার্জন ডা: চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: ফয়ছল জামান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী সৈয়দ নকিবুর রহমানসহ অন্যান্যরা।
এসময় পৌর মেয়র বলেন, দেশব্যাপি মশা বাহিত রোগের প্রাদূর্ভাব নিয়ন্ত্রণে বংশ বিস্তার রোধ করার লক্ষে মশক নিধন কার্যক্রম চালু করা হয়েছে। মাসব্যাপী শহরের ৯টি ওয়ার্ডে মশক নিধন ও লাভা নিরোধের জন্য ঔষধ ছিটানো অব্যহত থাকবে।