সিত্রাংয়ের ধমকায় আমন ফসলের ব্যাপক ক্ষতি
প্রকাশিত হয়েছে : ২৫ অক্টোবর ২০২২, ৫:৫৪ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
ঘুর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে মৌলভীবাজারের হাওর এলাকার ফসলের ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা করছে কৃষকরা। এক রাতের ঝড়ো বাতাসে হেলে পড়েছে আমন ধান গাছ। আর জমিতে জমে থাকা পানি নষ্ট হয়েছে ধানের শীষ। আমন ধানের ক্ষতিতে দুশ্চিন্তায় পড়েছেন জেলার হাইল হাওর, কাউয়াদিঘি ও হাকালুকি হাওরের সাধারণ কৃষক।
সরেজমিনে দেখা যায়, হাওর জুড়ে এখন সবুজ আর সোনালি মিশ্রিত ধানের রাজত্ব। এরই মধ্যে অধিকাংশ জমির ধান গাছ হেলে পড়েছে। প্রবল বাতাস আফাল এর কারণে নষ্ট হয়েছে দাঁড়িয়ে থাকা পরিপক্ক আমন ধানের গাছগুলো। আর এক মাসেই পেরুলেই আমন ধান ঘরে তোলার কাজ শুরু হবে। কিন্তু ঘুর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বয়ে যাওয়া এক রাতের ঝড়ো বাতাসে আগাম ও আমন ধান ক্ষেত মাটির সাথে শুয়ে পড়েছে। বিশেষ করে গাছ পালা সংলগ্ন ক্ষেত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক ক্ষেতেই পাকা ধান ভেঙ্গে পড়েছে।
একদিকে পোকার আক্রমণ, সার ও বীজের উচ্চমূল্যে লোকসানের মুখে ছিল চাষীরা। এই অবস্থায় ধান ক্ষেত শুয়ে পড়ায় দুশ্চিন্তায় পড়েছেন।
কৃষি সম্প্রসারণ অফিস বলছে, এবছর জেলায় আমন ধান উৎপাদনে হয়েছে ছিল ১ লক্ষ ১ হাজার ৬শত হেক্টর জমিতে। আমাদের লক্ষ্যমাত্রা ছিল ১লক্ষ ১ হাজার ৪৫০ হেক্টর। লক্ষমাত্রার চেয়ে বেশি উৎপাদন হয়েছে।
সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের কৃষক মোত্তাকিন বলেন, এমনি সারের দাম বেশি, কীটনাশক সহ চাষ করতেই এবার অনেক খরচ হয়েছে। আসল উঠবে কিনা তাও মুশকিল। তার উপর পোকার আক্রমণ শুরু হয়েছে। এই অবস্থায় ঝড়ে ধান ক্ষেত শুয়ে পড়ায় এবার চরম ক্ষতি হবে।
রাজনগর উপজেলার বাজুয়া গ্রামের ইয়াবর মিয়া বলেন, ধান গাছের নিচে এক ধরনের ছোট বাদামী গাছ ফড়িং আক্রমণ করে। এরপর থেকে ধান গাছে পচঁন শুরু হয়। আমার ৫ বিঘা জমির ধান একেবারে নষ্ট গেছে। এরমধ্যে রাতের বাতাসে আরো ধাষ নষ্ট হয়ে গেল।
একাটুনা ইউনিয়নের রাজন আহমদ বলেন, আমাদের এলাকায় আফালের কারণে হাওরের ধানগাছ গুলো নুয়ে পড়েছে। কৃষক এখন ধান চাষ করে এমনিতেই লাভবান হন না। এরমধ্যে এখন ঘূর্ণিঝড় এর প্রভাবে অনেক ধানের জমির ফসল নষ্ট হয়ে গেছে।
মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সামছুদ্দিন আহমেদ পূর্বদিককে বলেন, ঘুর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে আমন ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। বাতাস হলে ধান গাছগুলো নুয়ে পড়েছে। আমন এখন পরিপক্ক হয়নি এরমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েগেল। যেহেতু প্রাকৃতিক দুর্যোগ। আমরা চেষ্টা করছি কি পরিমান ক্ষতি হয়েছে সেটা বের করতে।