প্রতিদ্বন্দ্বী না থাকায় মিছবাহুর রহমান পুনরায় জেলা পরিষদ চেয়ারম্যান
প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০২২, ৭:৩২ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হতে আর কোন বাধা রইলো না।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বেলা ২টায় জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের কাছে মিছবাহুর রহমান তাঁর মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দেয়ার সময় পর্যন্ত আর কোন প্রার্থী মনোনয়ন জমা দেননি।
এ সময় মিছবাহুর রহমানের সাথে মনোনয়ন পত্র কেনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুহিবুর রহমান তরফদার ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি এম এ রহিম (সিআইপি)সহ আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এর আগে গত শনিবার (১০ সেপ্টেম্বর) মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান পদে পুণরায় বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন মনোনয়ন লাভ করেন মিছবাহুর রহমান। জেলা পরিষদের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেতে প্রতিদ্বন্দ্বিতা করেন আওয়ামী লীগের চার নেতা। গত বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) জেলা আওয়ামী লীগের ওই নেতৃবৃন্দ দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছিলেন।
মিছবাহুর রহমান ছাড়াও জেলা পরিষদ চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চেয়েছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতির মুহিবুর রহমান তরফদার, সহ-সভাপতি মসুদ আহমদ ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি এমএ রহিম শহীদ (সিআইপি)।
মিছবাহুর রহমান বলেন, আমাদের দলের আরো জ্যেষ্ঠ নেতৃবৃন্দ দলীয় মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু তারা বিদ্রোহী প্রার্থী হননি। আমাকে দলীয় প্রার্থী হিসেবে সমর্থন করেছেন। মনোনয়পত্র জমা দেওয়ার সময় সাথে ছিলেন। এটাই দলের শিষ্টাচার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আনুগত্য।
উল্লেখ্য, মিছবাহুর রহমান মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান জেলা পরিষদ প্রশাসক। এর আগে তিনি জেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২০ সালে করোনা আক্রান্ত হয়ে স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান মারা যান। তাঁর মৃত্যুতে পদটি শূন্য হলে মিছবাহুর রহমান দলীয় মনোনয়ন নিয়ে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হন।
মিছবাহুর রহমান মৌলভীবাজার রেড ক্রিসেন্টের চেয়ারম্যান এবং জেলা ক্রীড়া সংস্থারও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
নির্বাচন কমিশন সূত্র জানায়, ঘোষিত তফসিল অনুযায়ী জেলা পরিষদ নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন সংশ্লিষ্ট জেলা প্রশাসক। রিটার্নিং অফিসারদের কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই করা হবে ১৮ সেপ্টেম্বর।
মনোনয়নপত্র বাছাইয়ে সিদ্ধান্তের বিষয়ে আপিল করা যাবে ১৯ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ২২ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ হবে ২৬ সেপ্টেম্বর।