প্রবাসী ব্যবসায়ীকে তুলে নিয়ে আটকে রাখার অভিযোগ
প্রকাশিত হয়েছে : ৮ সেপ্টেম্বর ২০২২, ৯:৫৬ অপরাহ্ণ
বিশেষ প্রতিবেদক::
সাউথ আফ্রিকা প্রবাসী ব্যবসায়ী মঈনুল ইসলামকে বুধবার ৭ সেপ্টেম্বর রাত সাড়ে আটটার দিকে রাজধানী ঢাকার পান্থপথের গ্রীনরোড এলাকা থেকে একদল সন্ত্রাসী তুলে নিয়ে ঘন্টাখানেক গাড়িতে আটকে রাখার অভিযোগ উঠেছে।
মঈনুল ইসলাম বলেন, তাকে মাইক্রোতে তোলে নিয়ে চলতে থাকে। এসময় তাকে কালো কাপড় দিয়ে চোখ ঢেকে দেয়। অস্ত্র ঠেকিয়ে চিতকার করতে বারণ করে।
চলতে চলতেই তারা তাকে পরিবারের ক্ষতি করার হুমকি সহ নানারকম ভয়ভীতি দেখায়, এবং তাদের মধ্যে একজন এও বলে, তুই আবার দেশে এলি কেন? জীবন বাঁচাতে চাইলে যেখানে ছিলি সেখানেই ফিরে যা।
তারা তাকে অতীতের ন্যায় থানায় সাধারণ ডায়রি করলে বা মামলা করলে দেখে নেয়ার হুমকি দেয়। ঘটনা ঘটার সময় আশেপাশের অনেকে প্রত্যক্ষ করলেও সাহস করে এগিয়ে আসেনি বলে জানান তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, তাদের মতে একটি মাইক্রোতে করে সেখানে ৪ জন লোক এসে ঘটনাটি ঘটিয়েছে। তারা মাস্ক পরা থাকায় আশেপাশের প্রত্যক্ষদর্শীরা তাদেরকে চিহ্নিত করতে পারেনি। ভুক্তভোগী দাবী করেন অতীতে মাছের ঘের দখল করা নিয়ে দখলকারীদের সাথে তার যে বিরোধ হয় তার জন্য তিনি জিডিও করেছিলেন। এরই জের ধরে তাদের লোকজনই এই কাজ ঘটিয়ে থাকতে পারে বলে তার ধারণা।
ভুক্তভোগীর ভাই ইকরামুল ইসলাম বলেন, এ ঘটনায় তারা শংকিত বোধ করছেন।