মৌলভীবাজার পৌর এলাকায় রাত ৮ টার পর সড়কবাতি জ্বালানো হবে
প্রকাশিত হয়েছে : ২১ জুলাই ২০২২, ৬:৫০ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
বিশ্বব্যাপী জ্বালানী সংকটের কারণে বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত বিদ্যুৎ এর লোডশেডিং ও জ্বালানী অবচয় রোধে বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে মৌলভীবাজার পৌরসভা।
বৃহস্পতিবার পৌরসভার সভাকক্ষে মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে অবচয় রোধে জরুরী সভা অনুষ্ঠিত হয়।
সভায় সিদ্ধান্ত হয়, পৌর কর্যালয়ে ৫০% লাইট জ্বলবে, রাত ৮.০০ টার পর সড়কবাতি জ্বালানো হবে। বাসাবাড়িতে অতিরিক্ত লাইট, ফ্যান ব্যবহার না করা এবং অতি প্রয়োজন ব্যতীত এসি ব্যবহার না করার জন্য সম্মানিত নাগরিকগণকে অনুরোধ করেন মেয়র ।