মৌলভীবাজারে ১৬০ ভূমি ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর
প্রকাশিত হয়েছে : ২১ জুলাই ২০২২, ৭:১৭ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মুজিববর্ষ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ২৬,২২৯ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩য় পর্যায়ের (দ্বিতীয় ধাপে) জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার ২১ জুলাই সকালে এরই অংশ হিসেবে মৌলভীবাজার জেলায় ১৬০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত নারী সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, জেলা পরিষদের প্রশাসক মিছবাহউর রহমান।
উল্লেখ্য মৌলভীবাজার জেলায় ৩য় পর্যায়ে নির্মিতব্য ৭৭৯ টি গৃহের মধ্যে ৪৯৫ টি গৃহ বিগত ২৬ এপ্রিল, ২০২২ তারিখে উদ্বোধন করা হয়।