রাজনগরে শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা ও তার ভাইকে হত্যার অভিযোগ!
প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০২২, ৯:৪৪ পূর্বাহ্ণ
রাজনগর প্রতিনিধি ::
মৌলভীবাজারের রাজনগরের মুন্সিবাজার ইউনিয়নের মেদিনীমহল গ্রামের এক স্কুল পড়ুয়া শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা ও তার ভাইকে হত্যার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১৯ জুলাই ) বিকালে ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে রাজনগর থানায় স্থানীয় আব্দুল আহাদের ছেলে খালেদ আহমদ সাজু(২৭) কে আসামি করে এ মামলা দায়ের করেন।
এজাহারে উল্লেখিত, বাদীর স্কুল পড়ুয়া মেয়ে (১৬) সোমবার(১৮ জুলাই) বাড়িতে একাকি অবস্থান করলে ওইদিন বিকাল অনুমান ৪ ঘটিকার সময় খালেদ এসে বাদীর মেয়েকে ধর্ষণের চেষ্টা করে। এমতাবস্থায় ভিকটিম শোর-চিৎকার করলে তার ভাই শাহিন আহমদ(২০) দৌড়ে আসে এবং আসামীকে বাধা দেয়। তখন আসামী খালেদ শাহিনের মাথায় লাঠি দিয়ে আঘাত করে দৌড়ে পালিয়ে যায়। পরে শাহিনকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
রাজনগর থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুল হালিম জানান, খালেদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত-২০০৩ এর ৯ (৪) খ ) মোতাবেক মামলা রুজু করা হয়েছে, মামলা নং-৩৪৭, তারিখ ১৯/০৭/২০২২। আমি ঘটনাস্থল পরিদর্শনকালে প্রাথমিকভাবে ধারণা করি এ ঘটনা সত্য। তবে আরো একটু গভীর তদন্ত করলে এর সত্যতা পাওয়া যাবে।
এ বিষয়ে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনয় ভূষন রায় বলেন, ভিক্টিম এর মা থানায় হাজির হয়ে লিখিত অভিযোগ দায়ের করিলে সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। প্রাথমিক ভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে, আসামীকে গ্রেফতারের জন্য চেষ্টা চলছে।